বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো: মিলারের ক্যাচে ধরার চেষ্টাই করলেন না দুবে, খচে লাল জাদেজা, বিরক্ত ব্র্যাভো

ভিডিয়ো: মিলারের ক্যাচে ধরার চেষ্টাই করলেন না দুবে, খচে লাল জাদেজা, বিরক্ত ব্র্যাভো

দুবের ক্যাচ মিসে ক্ষুব্ধ জাদেজা ও ব্র্যাভো। ছবি- স্ক্রিনগ্র্যাব। 

মিলারের এই ক্যাচ মিসের সময় গুজরাটের জয়ের জন্য তখনও ২২ বলে ৫০ রানের প্রয়োজন ছিল।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক রোমহর্ষক ম্যাচে ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে গুজরাট টাইটানসকে ম্যাচ জিতিয়ে দেন ডিভেডি মিলার। তবে এই ম্যাচের ভাগ্য কিন্তু একটু হলেই পুরোপুরি বদলে যেতে পারত।

সিএসকের হয়ে ডোয়েন ব্র্যাভোর ১৭তম ওভারের তৃতীয় বলে বড় শট হাঁকাতে গিয়ে মিসটাইম করেন ডেভিড মিলার। ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায়, বল দূরের বদলে উপরে বেশি যায়। মিড উইকেট থেকে ছুটে এসে সেই ক্যাচ ধরার জন্য সিএসকের শিবম দুবের কাছে যথেষ্ট সময় ছিল। তবে দুবে ক্যাচ ধরার প্রচেষ্টা না করেই, অনেক আগেই রান বাঁচানোর লক্ষ্যে থেমে যান। এর ফলেই বোলার ব্র্যাভো ও অধিনায়ক রবীন্দ্র জাদেজা, দুবের উপরে একেবারে খচে লাল হয়ে যান। জাদেজা তো রেগে টুপি ছুঁড়ে ফেলার উপক্রম করেন, তবে শেষমেশ নিজেকে সামলে নেন জাড্ডু।

এই ক্যাচের সময় মিলার ব্যাট করছিলেন ৭৯ রানে। তখনও গুজরাটের জয়ের জন্য ২২ বলে ৫০ রান প্রয়োজন ছিল। সুতরাং, এই পরিস্থিতিতে শেষ প্রপার ব্যাটার মিলার যদি আউট হতেন, তাহলে নিঃসন্দেহে টাইটানস চাপে পড়ে যেত। কিন্তু এমনটা হয়নি। পরিবর্তে পরের ওভারেই ক্রিস জর্ডনের বিরুদ্ধে রশিদ খান ২৫ রান করে খেলা ঘুরিয়ে দেন। মিলার শেষমেশ ৯৪ রানে অপরাজিত থাকেন। এই ঘটনায় আবার সেই পুরনো সত্য ‘ক্যাচেজ উইন ম্যাচেজ’কে তুলে ধরে।

বন্ধ করুন