৯ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪টিতেই হেরেছে। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে প্লে-অফে ওঠার লড়াইটা নিজেরাই আরও কঠিন করে দিল আরসিবি। ১০ পয়েন্ট নিয়ে এখন পাঁচে রয়েছে। অঙ্কের বিচারে কোহলিদের প্রথম চারে জায়গা করে নেওয়ার বড় সুযোগ রয়েছে। তবে অঙ্কের হিসেবটা বেশ কঠিন।
1/5বিরাট কোহলির ব্যর্থতা দলের উপর মারাত্মক প্রভাব ফেলছে। কোহলি চূড়ান্ত অফ ফর্মে রয়েছেন। তাঁর পারফরম্যান্সের মতোই হাল দলেরও।
2/5কোহলির পাশাপাশি টপ-অর্ডারের ব্যাটারদের ব্যর্থতাও আরসিবি-র হারের জন্য দায়ী। আজও প্রথম চার ব্যাটার ফ্যাফ ডু'প্লেসি, বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ব্যর্থ হন।
3/5দলের ধারাবাহিকতার অভাবও আরসিবি-র ব্যর্থতার একটি বড় কারণ। দলের কোনও ক্রিকেটারই একেবারে ধারাবাহিক নয়।
4/5ফ্যাফ ডু'প্লেসি অধিনায়ক হয়েও ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তিনি এক-আধ দিন খেলে দিলেও, নিয়মিত দলের হাল ধরতে পারছেন না। গ্লেন ম্যাক্সওয়েল গত বছর যেমনটা খেলেছিলেন, সে রকমটা এ বার খেলতেই পারছেন না। চূড়ান্ত অফ ফর্মে রয়েছেন তিনি।
5/5বোলাররাও যে আহামরি পারফরম্যান্স করছেন, বা ধারাবাহিকতা দেখাচ্ছে, তেমনটা নয়। গোটা টিমই আসলে খুব খারাপ ছন্দে রয়েছে।