IPL 2022: এলিমিনেটর খেলতে কলকাতার পথে RCB, দেখে নিন প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি
1 মিনিটে পড়ুন . Updated: 22 May 2022, 01:53 AM IST- মুম্বইয়ের কাছে হেরে কপাল পোড়ে দিল্লি ক্যাপিটালসের। শনিবারই স্পষ্ট হয়ে যায় IPL 2022-এর প্লে-অফের ছবিটা।
লিগ টেবিলের প্রথম তিনটি স্থানে থেকে কারা প্লে-অফে যাচ্ছে, সেটা আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। কারা চার নম্বরে থেকে প্লে-অফে যাবে, সেটাও নির্ধারিত হয়ে যায় শনিবার।
লড়াই ছিল আরসিবি ও দিল্লির মধ্যে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালস হেরে বসায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান ঋষভ পন্তরা। প্লে-অফে জায়গা করে নেয় ব্যাঙ্গালোর।
লিগ টেবিলের প্রথম চার:-
১. গুজরাট টাইটানস: ১৪ ম্যাচে ২০ পয়েন্ট।
২. রাজস্থান রয়্যালস: ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট।
৩. লখনউ সুপার জায়ান্টস: ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট।
৪. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট।
আগামী ২৪ মে কলকাতার ইডেন গার্ডেন্সে লিগ টপার গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। যারা জিতবে, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। যে দল হারবে, এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে। লখনউ সুপার জায়ান্টস ২৫ মে ইডেনেই এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
আইপিএল ২০২২-এর প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (২৪ মে, কলকাতা)।
এলিমিনেটর: লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৫ মে, কলকাতা)।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল (২৭ মে, আমদাবাদ)।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল (২৯ মে, আমদাবাদ)।