প্রথম তিন ম্যাচে তেমন বড় রান পাননি, তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তুখড় ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্টের ভরসার মর্যাদা দিলেন অনুজ রাওয়াত। তরুণ অনুজের ৪৭ বলে ৬৬ রানের ইনিংসে ভর করেই মুম্বইকে সাত উইকেটে মাত নিয়ে লাগাতার নিজেদের তৃতীয় ম্য়াচ জিতে নেয় আরসিবি।
অনুজের ৪৭ বলের ইনিংস সাজানো ছিল দুইটি চার ও ছয়টি ছক্কায়। তাঁর ইনিংসের প্রতিটি শটে বোঝা যাচ্ছিল কেন তাঁকে এত উঁচু রেট করে আরসিবি ম্য়ানেজমেন্ট। নিজের ভাল স্টার্ট কাজে লাগিয়ে বড় ইনিংস খেলে খুশি অনুজ নিজেও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচ জয়ের পাশাপাশি নিজের রান করায় দারুণ লাগছে। দলকে জেতাতে পেরে খুব খুশি। আমি বাড়তি কিছু না করে ম্যাচে নিজের প্রক্রিয়ার উপরই গুরুত্ব দিয়েছিলাম। আগের ম্যাচগুলিতেও শুরুটা ভাল করেছিলাম, তবে তা কাজে লাগাতে পারিনি। আজ সেটা করতে পেরেছি।’
তবে ম্যাচ জেতানোর পাশাপাশি দলের দুই মহাতারকা বিরাট কোহলি ও অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসির পাশে খেলতে পেরে সবথেকে বেশি খুশি অনুজ। ‘ম্যাচ জিতে খুশি তো বটেই, পাশাপাশি আমি কিন্তু বিরাট এবং ফ্যাফের সান্নিধ্যও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি।’ জানান ২২ বছর বয়সি উঠতি তারকা। এরপর মঙ্গলবার (১২ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে আরসিবি। সেই ম্যাচেও নিশ্চয়ই নিজের ফর্ম ধরে রাখার জন্য বদ্ধপরিকর হবেন অনুজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।