বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: KKR ম্যাচের আগে DC শিবিরে স্বস্তি! করোনাকে হারিয়ে ফিরলেন মিচেল মার্শ-টিম সেফার্ট

IPL 2022: KKR ম্যাচের আগে DC শিবিরে স্বস্তি! করোনাকে হারিয়ে ফিরলেন মিচেল মার্শ-টিম সেফার্ট

করোনাকে হারিয়ে দলে ফিরলেন মিচেল মার্শ-টিম সেফার্ত (ছবি:টুইটার দিল্লি ক্যাপিটলস)

কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে স্বস্তি ফিরল দিল্লি ক্যাপিটলসের শিবিরে। করোনাকে হারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই বিদেশি তারকা মিচেল মার্শ ও টিম সেফার্ত। আইপিএল চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন এই দুই তারকা ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালস শিবির জানিয়েদিয়েছে তাদের দুই ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ।