বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় গুজরাট টাইটানস, দেখে নিন কোন পথে ফাইনালে উঠলেন হার্দিকরা

IPL 2022: নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় গুজরাট টাইটানস, দেখে নিন কোন পথে ফাইনালে উঠলেন হার্দিকরা

মিলার, হার্দিক ও রশিদ। ছবি- আইপিএল।

নতুন দল, নতুন ক্যাপ্টেন, নতুন কোচ, প্রথমবারেই বাজিমাত করার পথে যথাযথ এগিয়ে চলেছে গুজরাট টাইটানস।

আইপিএলের নতুন দল। প্রথমবার টুর্নামেন্টে অংশ নিয়েই ফাইনালে গুজরাট টাইটানস। তাও আবার এমন একজনের নেতৃত্বে, যিনি এর আগে আইপিএলে তো নয়ই, সেই অর্থে বড় মঞ্চে কখনও ক্যাপ্টেন্সিই করেননি। দলের হেড কোচও এমন একজন, যিনি আগে কোনও দলের হেড স্যারের ভূমিক পালন করেননি। সব দিক দিয়েই এমন নতুন একটি দল ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নতুন ইতিহাস গড়ার পথে যথাযথ এগিয়ে চলেছে।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২২-এর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে গুজরাট টাইটান। সেই সঙ্গে ফাইনালের টিকিট পকেটে পোরেন হার্দিক পান্ডিয়ারা। দেখে নেওয়া যাক নেহরার কোচিংয়ে ও হার্দিকের নেতৃত্বে গুজরাট কোন পথে আইপিএলের ফাইনালে জায়গা করে নেয়।

লিগের ১৪ ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে জয় তুলে নেয় গুজরাট। চলতি আইপিএলে আর কোনও দল ১০টি ম্যাচ জিততে পারেনি।

আরও পড়ুন:- IPL 2022 Qualifier 1: পরপর তিন ছক্কায় গুজরাটকে আইপিএলের ফাইনালে তুললেন মিলার

গুজরাট টাইটানসের লিগের ফলাফল:-
১. প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে পরাজিত করে।
২. দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দেয়।
৩. তৃতীয় ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারায়।
৪. চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৫. পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে দেয়।
৬. ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জয় তুলে নেয়।
৭. সপ্তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে পরাজিত করে।
৮. অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৯. নবম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে বিধ্বস্ত করে।
১০. দশম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৮ উইকেটে হেরে যায়।
১১. একাদশতম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ রানে হার মানে।
১২. দ্বাদশ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬২ রানে হারিয়ে দেয়।
১৩. ত্রয়োদশ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে পরাজিত করে।
১৪. লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৮ উইকেটে হার মানে।

প্লে-অফ: প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন