বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: কেরিয়ারের সবথেকে খারাপ মরশুমের পর ফর্মে ফিরতে রোহিতের হাতিয়ার মানসিক শক্তি

IPL 2022: কেরিয়ারের সবথেকে খারাপ মরশুমের পর ফর্মে ফিরতে রোহিতের হাতিয়ার মানসিক শক্তি

পরিসংখ্যানগত দিক থেকে এ বারের আইপিএল রোহিতের সবথেকে খারাপ মরশুম। ছবি- পিটিআই। (PTI)

এ বারের আইপিএলে একটিও অর্ধশতরান আসেনি রোহিতের ব্যাট থেকে।

এ বারের আইপিএল মরশুমটা মুম্বই ইন্ডিয়ান্স এবং দলের অধিনায়ক রোহিত শর্মা, দুইয়ের জন্যই অনেকটা দুঃস্বপ্নের মতো কেটেছে। একদিকে দলগতভাবে চূড়ান্ত ব্যর্থ হয়ে লিগ তালিকায় একেবারে শেষ স্থানে মরশুম সমাপ্ত করেছে মুম্বই, অপরদিকে, পরিসংখ্যানের বিচারে এটাই রোহিতের সবথেকে খারাপ আইপিএল মরশুম।

দিল্লির বিরুদ্ধে ১৩ বলে মাত্র দুই রান করে আউট হন রোহিত। এ মরশুম রোহিত ১৯.১৪ গড় ও ১২০.১৮-র স্ট্রাইক রেটে মাত্র ২৬৮ রান করেছেন। এক মরশুমে এর থেকে কম রান আর কোনওদিন করেননি ‘হিটম্যান’। মরশুমে একটিও অর্ধশতরান না করার ফলে প্রতি মরশুমে অন্তত একটি অর্ধশতরানের রেকর্ডও হাতছাড়া হয়েছে রোহিতের। বছর শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, আসছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজও। তাই ভারতীয় অধিনায়কের এই ফর্ম নিঃসন্দেহে চাপে ফেলেছে অনুরাগীদের। নিজের পারফরম্যান্সে হতাশ হলেও, সেই নিয়ে রাতের ঘুম ছোটাতে নারাজ রোহিত।

দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের এ বারের আইপিএল মরশুমের শেষ ম্যাচের পর রোহিত বলেন, ‘এ মরশুমে আমি এমনকিছু করতে চেয়েছিলাম যার কোনওটাই করতে পারিনি। ব্যক্তিগতভাবে আমার মরশুম নিয়ে আমি ভীষণই হতাশ। তবে এমনটা আমার সঙ্গে প্রথমবার ঘটছে না। ক্রিকেট তো এখানেই শেষ নয়, সামনে প্রচুর ম্যাচ আসছে। সুতরাং, মানসিকভাবে আমাকে শক্ত হতে হবে এবং নিজেকে ঠিক জায়গায় রাখতে হবে। কীভাবে ফর্মে ফিরব, সেই নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। সামান্য একটু বদলেরই প্রয়োজন আছে। একটু সময় পেলেই আমি পরিশ্রম করে নিজের খেলার মধ্যে সেই বদল আনার চেষ্টা করব।’

 

বন্ধ করুন