বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ফিনিশার হিসাবে খেলবে, RCB-র সাফ বার্তা প্রস্তুতিতে সাহায্য করেছে, দাবি কার্তিকের

IPL 2022: ফিনিশার হিসাবে খেলবে, RCB-র সাফ বার্তা প্রস্তুতিতে সাহায্য করেছে, দাবি কার্তিকের

আরসিবির হয়ে বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছন দীনেশ কার্তিক। ছবি- পিটিআই। (PTI)

এ মরশুমে এখনও অবধি ২০৯.৫৭-র স্ট্রাইক রেটে মোট ১৯৭ রান করেছেন দীনেশ কার্তিক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবার স্বপ্নের ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। এই মরশুমে ইতিমধ্যেই ২০৯.৫৭-র স্ট্রাইক রেটে মোট ১৯৭ রান করেছেন কার্তিক। আরসিবির গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ৩৪ বলে ৬৬ রানের ইনিংসই ম্যাচে তফাৎ গড়ে দেয়। শেষমেশ ১৬ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি।

প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে এ মরশুমে সাড়ে পাঁচ কোটি টাকায় নিলামে দলে নেয় আরসিবি। নিলামে তাঁকে কেনার পরেই দলের কোচ সঞ্জয় বাঙ্গার, এবি ডি'ভিলিয়র্সের বদলে দলের ফিনিশার হিসাবে তাঁর ভূমিকা বেঁধে দেন। কার্তিক বলেন, ‘আপাতত আমার লক্ষ্য হল আরসিবির হয়ে ভাল পারফর্ম করা। সুতরা, আমার মতে আরসিবি ব্যাকরুম স্টাফদের বাহবা প্রাপ্য। যেদিন আমাকে ওরা দলে নেয়, সেইদিনই সঞ্জয় ভাই আমাকে ফোন করে বলে ডিকে তুমি ফিনিশার হিসাবে খেলবে। আমাদের দলে আর এবি নেই। ও যা করত, তার অর্ধেক করার ক্ষমতাও কোনও ক্রিকেটারের নেই, তাই আমরা দুই-তিনটে খেলোয়াড়ের মধ্যে সেই দায়িত্বটা ভাগ করে দিতে চাই।’

ডি'ভিলিয়র্স ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আরিসিবির হয়ে খেলেছেন। তবে তিনি গত বছরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় দলে তাঁর শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা ভরাট করতেই কার্তিককে দলে নেওয়া হয়। শুরু থেকেই ভূমিকা স্পষ্ট থাকায় মরশুমের প্রস্তুতিতে লাভ হয়েছে বলেই দাবি কার্তিকের। তিনি জানান, ‘আমি সঞ্জয় ভাইয়ের সঙ্গে কথা বলার পরেই কোনটা করতে হবে, কোনটা হবে না, তা ঠিক করে ফেলি। আমি বহুদিন ধরে এর জন্য অনুশীলন করেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন