বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ক্যাচ ধরে মাঠে বল ঠেকানোর ‘নাটক’, আম্পায়ারকে খোঁচা দিয়ে তুুমুল ঝাড় খেলেন পরাগ

IPL 2022: ক্যাচ ধরে মাঠে বল ঠেকানোর ‘নাটক’, আম্পায়ারকে খোঁচা দিয়ে তুুমুল ঝাড় খেলেন পরাগ

রিয়ান পরাগ। (ছবি সৌজন্যে টুইটার)

LSG vs RR IPL 2022: ধারাভাষ্যকারদের প্রবল তোপের মুখে পড়লেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। নেটিজেনরাও রিয়ানের আচরণ এবং অভিব্যক্তি নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন। হেডেন বলেন, 'ইয়ং ম্যানের জন্য আমার একটা পরামর্শ আছে। ক্রিকেট অত্যন্ত দীর্ঘ খেলা এবং আমাদের দীর্ঘদিন স্মৃতিশক্তি থাকে। ভাগ্যের সঙ্গে কখনও ছেলেখেলা করবে না।'

ক্যাচ নেওয়ার পর মাটিতে বল ঠেকানোর মতো ‘নাটক’ করেছিলেন। সেজন্য ধারাভাষ্যকারদের প্রবল তোপের মুখে পড়লেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। নেটিজেনরাও রিয়ানের আচরণ এবং অভিব্যক্তি নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: IPL 2022: RR তরুণের ঝুলিতে নয়া সাফল্য, অনন্য নজির গড়ে ছুলেন জাদেজা-রোহিতকে

রবিবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ১৯ তম ওভারে মার্কাস স্টইনিসের ক্যাচ নেওয়ার দাবি করেন পরাগ। কিন্তু বল মাটিতে ঠেকে গিয়েছে কিনা, তা যাচাই করতে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার। রিয়ান লং অনে ভালোভাবে বল ধরলেও তা মাটিতে ঠেকে গিয়েছে বলে মনে করেন তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। তাই নট আউট দিয়ে দেন।

তবে স্টইনিসের উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রাজস্থানকে। সেই পরাগের দিকেই ক্যাচ যায়। এবার সহজেই সেই বল তালুবন্দি করে নেন পরাগ। তারপরই তৃতীয় আম্পায়ারকে খোঁচা দেন রাজস্থানের তরুণ খেলোয়াড়। বল মাটিতে ঠেকানোর ‘নাটক’ করে অনফিল্ড আম্পায়ারের দিকে তাকিয়ে আউটের ইশারা করেন।

সেই আচরণ একেবারেই ভালোভাবে নেননি ধারাভাষ্যকাররা। প্রাক্তন অস্ট্রেলিয়া তারকা ম্যাথু হেডেন বলেন, 'ইয়ং ম্যানের জন্য আমার একটা পরামর্শ আছে। ক্রিকেট অত্যন্ত দীর্ঘ খেলা এবং আমাদের দীর্ঘদিন স্মৃতিশক্তি থাকে। ভাগ্যের সঙ্গে কখনও ছেলেখেলা করবে না।' একইসুরে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ইয়ান বিশপ বলেন, ‘ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে।’

বন্ধ করুন