বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘শামি বলেছিল, মহসিন ওর চেয়ে ভালো বোলার, শুধু ফোকাস দরকার’, দাবি কোচের

IPL 2022: ‘শামি বলেছিল, মহসিন ওর চেয়ে ভালো বোলার, শুধু ফোকাস দরকার’, দাবি কোচের

মহসিন খান। ছবি: এএনআই

তারকা খচিত মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেনে জায়গা না পেয়ে সে সময় হতাশ হয়েছিলেন মহসিন। আগের তিন বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত থাকলেও, একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেই হতাশা থেকেই কোচকে ফোন করে বলেছিলেন, ‘স্যার, মুঝে ইয়ে লোগ খিলা নেহি রহে হ্যায়, মে পরেশান হোগায়া হুঁ’

দুরন্ত ছন্দে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মহসিন খান। ৪ ম্যাচ খেলে ৮টি উইকেট তিনি নিয়ে ফেলেছেন। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছেন মহসিন। ম্যাচটি লখনউকে তিনি ৬ রানে জিততেও সাহায্য করেছেন।

অথচ বছর তিনেক আগেই ছবিটি ছিল একেবারে অন্য রকম। হতাশ হয়ে নিজের কোচ বদরুদ্দিন সিদ্দিকিকে ফোন করে মহসিন বলেছিলেন, ‘স্যার, মুঝে ইয়ে লোগ খিলা নেহি রহে হ্যায়, মে পরেশান হোগায়া হুঁ (ওরা আমাকে দলে অন্তর্ভুক্ত করছে না, আমি হতাশ হয়ে পড়েছি)।’

তারকা খচিত মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেনে জায়গা না পেয়ে সে সময় হতাশ হয়েছিলেন মহসিন। আগের তিন বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত থাকলেও, একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেই হতাশা থেকেই কোচকে ফোন করেছিলেন তিনি।

পুরনো কথা মনে করে বদরুদ্দিন বলছিলেন, ‘সে সময়ে আমি ওকে বলেছিলাম, বোকার মতো ভেব না। জহির খান এবং লাসিথ মালিঙ্গাদের সঙ্গে কথা বলো। ওঁদের থেকে শেখার চেষ্টা করো। মাথা খেয়ে ফেলে ওদের থেকে শিখে নাও ভালো করে। পরবর্তীতে তুমি দেখবে, আরও ভালো বোলার হয়ে উঠেছো’

বদরুদ্দিন সিদ্দিকি, যিনি মহম্মদ শামিরও কোচ ছিলেন, বলেছেন, এমনও দিন ছিল যখন মহসিন অনুশীলন বাদ দিয়ে বন্ধুদের সঙ্গে টেনিস-বল ক্রিকেট খেলতেন। কাঁধে চোট পেলে কোচের কাছে বকাও খেতেন।

বদরুদ্দিন বলেছেন,‘আমি ওকে বলেছিলাম, যদি উচ্চতর ক্রিকেট খেলতে চাও, তবে সিরিয়াস হতে হবে। তুমি এই টেনিস-বল গেম খেলতে পারো, তবে নিয়মিত নয়। মুম্বই ইন্ডিয়ান্স ওকে দলে নিলে পরিস্থিতি বদলে যায়।’

লকডাউনের সময়,মহম্মদ শামির খামারবাড়িতে তাঁর সঙ্গে প্রশিক্ষণ করেন মহসিন। বদরুদ্দিন বলেছেন যে শামির সঙ্গে এই সময় কাটানোই মহসিনকে বদলে দিয়েছিল। কারণ তিনি রিভার্স সুইং এবং সিমে বল ডেলিভারি করার শিল্প শামির থেকে শিখেছিলেন।

বদরুদ্দিন বলেছেন, ‘শামি ওকে বলেছিল যে, মহসিন ওর চেয়ে ভাল বোলার। শুধু আরও ফোকাস দরকার। লকডাউনের সময় আমি ওকে ফোন করে বলেছিলাম, শামির কাছ থেকে যতটা পারো শিখে নাও। তার পরে বিষয়গুলি পাল্টাতে শুরু করে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.