বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: দলের যখন প্রয়োজন, তখনই পারফর্ম করতে পছন্দ করি, ম্যাচ জিতিয়ে 'বিনয়ী' লর্ড শার্দুল

IPL 2022: দলের যখন প্রয়োজন, তখনই পারফর্ম করতে পছন্দ করি, ম্যাচ জিতিয়ে 'বিনয়ী' লর্ড শার্দুল

পঞ্জাব কিংসের বিরুদ্ধে উইকেট নিয়ে শার্দুল ঠাকুরের উচ্ছ্বাস। ছবি- পিটিআই। (PTI)

পাওয়ার প্লের শেষ ওভারে দুই উইকেটই টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ম্য়াচ সেরা শার্দুল।

আইপিএল প্লে-অফের দৌড়ে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়টা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। দলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন শার্দুল ঠাকুর। একাই চার উইকেট নিয়ে পঞ্জাবের জয়ের আশায় জল ঢেলে দিলেন তারকা অলরাউন্ডার।

১৬০ রান তাড়া করা একেবারেই কঠিন কিছু ছিল না। পঞ্জাব শুরুটাই বেশ ভালভাবেই করেছিল। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ানের উইকেট হারানোর পরেই ধীরে ধীরে ম্যাচে পিছিয়ে পড়তে থাকে পঞ্জাব। এক ওভারে এই দুই উইকেট নেওয়াকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ম্যাচ সেরা শার্দুল। তিনি বলেন, ‘আমার মতে ষষ্ঠ ওভার বিশাল বড় ওভার ছিল। আমি ওই ওভারেই দুই উইকেট নিই। ওরা তো সহজেই রান তাড়া করছিল এবং দুই ইনিংসেই আমরা দেখেছি যে দলগুলি পাওয়ার প্লেতে বড় রান করেছে। পাওয়ার প্লের পরেই রানের গতি কমে যায়। সুতরাং, ষষ্ঠ ওভারে ওই দুই উইকেট বিশাল গুরুত্বপূর্ণ ছিল এবং তার পরে স্পিনাররা বাকি কাজটা করে দেয়।’

এই জয়ের ফলে আরসিবিকে টেনে নীচে নামিয়ে লিগ তালিকায় চারে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে জিতলেই প্লে-অফে যাওয়া প্রায় পাকা। এমন গুরুত্বপূর্ণ সময়েই কিন্তু দলের হয়ে পারফর্ম করতে পছন্দ করেন শার্দুল। ‘অনুভূতিটা ভীষণই তৃপ্তিদায়ক। আমি বরাবই দলের যথন দরকার, সেই গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করা পছন্দ করি। মরশুমের এই ১৩ ও ১৪ নম্বর ম্যাচটি আমাদের দলের জন্য দারুণ গুরুত্বের। দলের হয়ে এমন সময়ে ভাল পারফর্ম করতে পারাটা সত্যি ভীষণ আনন্দদায়ক।’ দাবি ‘লর্ড’ শার্দুলের।

বন্ধ করুন