বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: বদলেছে দল, বদলাল রঙ, বাহারি গোলাপি চুলে ধরা দিলেন রাজস্থানের হেতমায়ের

IPL 2022: বদলেছে দল, বদলাল রঙ, বাহারি গোলাপি চুলে ধরা দিলেন রাজস্থানের হেতমায়ের

গোলাপি চুলে রাজস্থান রয়্যালস তারকা শিমরন হেতমায়ের। ছবি- টুইটার (@rajasthanroyals)।

ফেব্রুয়ারি মাসের নিলামে ৮.৫ কোটি টাকা খরচ করে হেতমায়েরকে দলে নিয়েছে রাজস্থান দল।

শুভব্রত মুখার্জি

বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম মারকুটে ব্যাটার বাহাতি শিমরন হেতমায়ের। আইপিএলে কয়েকটা মরশুম দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলার পরে এবারের নিলামে বদলে গিয়েছে তাঁর জার্সির রঙ। রাজস্থান রয়্যালসের গোলাপি জার্সিতে আসন্ন মরশুমে আইপিএলের মঞ্চে মাতাতে দেখা যাবে তাঁকে। তার আগে নয়া লুকে বা বলা ভাল 'গোলাপি' অবতারে ধরা দিলেন এই স্টাইলিশ ব্যাটার।

আইপিএলে খেলার লক্ষ্যে ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন তিনি। গোলাপি রঙে রাঙানো তাঁর নয়া হেয়ারস্টাইলের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা ইতিমধ্যেই ভাইরাল। নিজের অসাধারণ ব্যাটিং স্কিলের পাশাপাশি নিজের ফ্যাশন স্টেটমেন্টেও বরাবর খবরের শিরোনামে থেকেছেন হেতমায়ের। প্রসঙ্গত, দিল্লির হয়ে আইপিএলে খেলার সময়তে তিনি নিজের চুল রাঙিয়েছিলেন নীল রঙে। কারণ দিল্লির জার্সির রঙ ছিল নীল।

এবার তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। তাদের জার্সির রঙ গোলাপি। তাই এবার তিনি নিজের চুলকে রাঙিয়েছেন গোলাপি রঙে। রবিবার রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হেতমায়েরের 'গোলাপি' অবতারের ছবি পোস্ট করে। আইপিএলের আগে প্রস্তুতি সারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। রয়্যালসের তরফে ছবির ক্যাপশনে, ' লাভ ইজ ইন দি হেয়ার ! ওয়েলকাম হোম ' লিখে ট্যাগ করা হয় হেতমায়েরকে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের নিলামে ৮.৫ কোটি টাকা খরচ করে এই আক্রমণাত্মক ব্যাটারকে দলে নিয়েছে রাজস্থান দল। শেষ মরশুমে দিল্লির হয়ে যথেষ্ট ভাল খেলেছিলেন হেতমায়ের। ১৪ ম্যাচে ১৬৮.০৫ স্ট্রাইক রেটে ২৪২ রান করেছিলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে করা ২৫ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস। এবার রাজস্থানের হয়ে হেটমায়ার কতটা সফল হতে পারেন এথন সেটাই দেখার।

বন্ধ করুন