পুণতে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটানস ম্যাচে যে দলই জিতত, প্লে-অফের টিকিট নিশ্চিত হতো তাদের। গুজরাট শেষমেশ দুরমুশ করে লখনউকে এবং প্রথম দল হিসেবে আইপিএল ২০২২-এর প্লে-অফে জায়গা করে নেয়।
হার্দিকদের কাছে হেরে স্বাভাবিকভাবেই লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হয় লখনউকে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসে টাইটানস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লখনউ দ্বিতীয় স্থানে নেমে যায়।
এক বনাম দুইয়ের লড়াইয়ে দু'দল লিগ টেবিলে নিজেদের মধ্যে জায়গা বদল করলেও বাকি ৮টি দলের কোনও অবস্থান বদল হয়নি। পয়েন্ট টেবিলের তৃতীয় থেকে দশম স্থান পর্যন্ত ছবিটা থাকে আগের মতোই।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
আরও পড়ুন:- LSG vs GT: ছক্কা না মেরে সচিনের ১৩ বছর আগের IPL রেকর্ড ছুঁলেন গিল
আগের মতোই তিন নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যাস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে চার নম্বরে। দিল্লি ক্যাপিটালস যথারীতি ৫ নম্বরে রয়েছে। ছয় নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর ৭ নম্বরে অবস্থান করছে। পঞ্জাব রয়েছে ৮ নম্বরে। চেন্নাই সুপার কিংস নয় নম্বরে এবং মুম্বই যথারীতি লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।