মনে হতে পারে নিছক নিয়মরক্ষার ম্যাচ। তবে পরিস্থিতির নিরিখে ফলাফল যে অপ্রত্যাশিত, তাতে কোনও সন্দেহ নেই। মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটানস ম্যাচের ফলাফলের নিরিখে আইপিএল ২০২২-এর লিগ টেবিলে রদবদল হয়নি কোনও। তবে এত সহজে যে প্লে-অফের বৃত্তে ঢুকে পড়া যাবে না, সেটা হাড়ে হাড়ে টের পেলেন হার্দিক পান্ডিয়ারা।
মুম্বইয়ের কাছে হারলেও গুজরাট টাইটানস ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরেই থেকে যায়। অন্যদিকে গুজরাটকে হারালেও ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরেই অবস্থান করছে মুম্বই।
আরও পড়ুন:- GT vs MI: টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের সামনেই ফের হাফ-সেঞ্চুরি ঋদ্ধির, জাতীয় দলে উপেক্ষার মোক্ষম জবাব
আইপিএলের পয়েন্ট টেবিল:-
ক্রমিক নং | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান-রেট |
---|
১ | গুজরাট টাইটানস | ১১ | ৮ | ৩ | ১৬ | +০.১২০ |
২ | লখনউ সুপার জায়ান্টস | ১০ | ৭ | ৩ | ১৪ | +০.৩৯৭ |
৩ | রাজস্থান রয়্যালস | ১০ | ৬ | ৪ | ১২ | +০.৩৪০ |
৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১১ | ৬ | ৫ | ১২ | -০.৪৪৪ |
৫ | দিল্লি ক্যাপিটালস | ১০ | ৫ | ৫ | ১০ | +০.৬৪১ |
৬ | সানরাইজার্স হায়দরাবাদ | ১০ | ৫ | ৫ | ১০ | +০.৩২৫ |
৭ | পঞ্জাব কিংস | ১০ | ৫ | ৫ | ১০ | -০.২২৯ |
৮ | কলকাতা নাইট রাইডার্স | ১০ | ৪ | ৬ | ৮ | +০.০৬০ |
৯ | চেন্নাই সুপার কিংস | ১০ | ৩ | ৭ | ৬ | -০.৪৩১ |
১০ | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ২ | ৮ | ৪ | -০.৭২৫ |
আপাতত লিগ টেবিলের প্রথম চারে জায়গা ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লখনউয়ের খাতায় রয়েছে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। রাজস্থানের সংগ্রহ ১০ ম্যাচে ১২ পয়েন্ট। আরসিবির পকেটে রয়েছে ১১ ম্যাচে ১২ পয়েন্ট।
আরও পড়ুন:- GT vs MI: নিজেদের নাক কেটেছে আগেই, গুজরাটকে হারিয়ে পরের যাত্রাভঙ্গ জারি রোহিতদের
দিল্লি, হায়দরাবাদ ও পঞ্জাবের সংগ্রহে রয়েছে ১০ ম্যাচে ১০ পয়েন্ট করে। তবে নেট রান-রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে পাঁচ, ছয় ও সাত নম্বরে। কলকাতা ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস।