খাতায়-কলমে কলকাতার সামনে প্লে-অফে যাওয়ার ক্ষীণ সুযোগ ছিলই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ে টিমটিম করে জ্বলছে কেকেআরের আশার প্রদীপ। নাইট রাইডার্স আইপিএল ২০২২-এর লিগ টেবিলে আপাতত লাফ দিলেও তাদের পরিস্থিতি এমন কিছু বদলে গিয়েছে বলে মনে করা ভুল হবে।
মুম্বইকে হারিয়ে ৯ থেকে দু'ধাপ উঠে আসে কলকাতা। তারা আপাতত ৭ নম্বরে অবস্থান করছে। কেকেআর পিছনে ফেলে দেয় চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসকে। পঞ্জাব পিছেয়ে যায় ৮ নম্বরে। চেন্নাই ফেরে নয়ে। মুম্বই যথারীতি একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
আগের মতোই লিগ টেবিলের এক নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটানস। তিন নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যাস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে চার নম্বরে। দিল্লি ক্যাপিটালস যথারীতি ৫ নম্বরে রয়েছে। ছয় নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ।