প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হতো কলকাতাকে। যদিও লখনউ সুপার জায়ান্টসের কাছে গোহারান হেরে টুর্নামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলে কেকেআর।
এমনটা নয় যে, সরকারিভাবে আইপিএল ২০২২-এর যাত্রা শেষ হয়ে গেল নাইটদের। খাতায়-কলমে সম্ভাবনা জিইয়ে রয়েছে এখনও। তবে মিরাকল কিছু না ঘটলে শ্রেয়স আইয়ারদের পক্ষে প্লে-অফে যাওয়া সম্ভব নয়।
আপাতত লখনউয়ের কাছে হেরে লিগ টেবিলের আট নম্বরে পড়ে রইল কলকাতা। অন্যদিকে লখনউ রেকর্ড জয়ের সুবাদে গুজরাটকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে। দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় হার্দিক পান্ডিয়াদের।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
প্রথম চারে নিজেদের জায়গা ধরে রেখেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি, হায়দরাবাদ ও পঞ্জাব রয়েছে যথাক্রমে পাঁচ, ছয় ও সাত নম্বরে। কেকেআরের পিছনে নয় ও দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।