প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হতো কলকাতাকে। যদিও লখনউ সুপার জায়ান্টসের কাছে গোহারান হেরে টুর্নামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলে কেকেআর।
এমনটা নয় যে, সরকারিভাবে আইপিএল ২০২২-এর যাত্রা শেষ হয়ে গেল নাইটদের। খাতায়-কলমে সম্ভাবনা জিইয়ে রয়েছে এখনও। তবে মিরাকল কিছু না ঘটলে শ্রেয়স আইয়ারদের পক্ষে প্লে-অফে যাওয়া সম্ভব নয়।
আরও রপড়ুন:- LSG vs KKR: লখনউয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে উমেশ কেন মাঠে নামলেন না? জানা গেল আসল কারণ
আপাতত লখনউয়ের কাছে হেরে লিগ টেবিলের আট নম্বরে পড়ে রইল কলকাতা। অন্যদিকে লখনউ রেকর্ড জয়ের সুবাদে গুজরাটকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে। দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় হার্দিক পান্ডিয়াদের।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
ক্রমিক নং | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান-রেট |
---|
১ | লখনউ সুপার জায়ান্টস | ১১ | ৮ | ৩ | ১৬ | +০.৭০৩ |
২ | গুজরাট টাইটানস | ১১ | ৮ | ৩ | ১৬ | +০.১২০ |
৩ | রাজস্থান রয়্যালস | ১০ | ৬ | ৪ | ১২ | +০.৩৪০ |
৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১১ | ৬ | ৫ | ১২ | -০.৪৪৪ |
৫ | দিল্লি ক্যাপিটালস | ১০ | ৫ | ৫ | ১০ | +০.৬৪১ |
৬ | সানরাইজার্স হায়দরাবাদ | ১০ | ৫ | ৫ | ১০ | +০.৩২৫ |
৭ | পঞ্জাব কিংস | ১০ | ৫ | ৫ | ১০ | -০.২২৯ |
৮ | কলকাতা নাইট রাইডার্স | ১১ | ৪ | ৭ | ৮ | -০.৩০৪ |
৯ | চেন্নাই সুপার কিংস | ১০ | ৩ | ৭ | ৬ | -০.৪৩১ |
১০ | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ২ | ৮ | ৪ | -০.৭২৫ |
আরও পড়ুন:- LSG vs KKR: উমেশের না থাকা, ফিঞ্চকে বয়ে বেড়ানো, ১ ওভারে ৫ ছক্কা, কোন ৫টি কারণে লখনউয়ের কাছে হারতে হল KKR-কে?
প্রথম চারে নিজেদের জায়গা ধরে রেখেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি, হায়দরাবাদ ও পঞ্জাব রয়েছে যথাক্রমে পাঁচ, ছয় ও সাত নম্বরে। কেকেআরের পিছনে নয় ও দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।