বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Points Table: রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল দিল্লি, চোখ রাখুন লিগ টেবিলে

IPL Points Table: রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল দিল্লি, চোখ রাখুন লিগ টেবিলে

ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্ত। ছবি- আইপিএল।

প্লে-অফ উইক যত সামনে আসছে, উত্তেজক হচ্ছে IPL 2022-এর শেষ চারের যোগ্যতা অর্জনের লড়াই। সহজে যে টিকিট মিলবে না, সেটা স্পষ্ট হয়ে গেল রাজস্থানের বিরুদ্ধে দিল্লির জয়েই।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে আক্ষরিক অর্থেই আইপিএল ২০২২-এর প্লে-অফের লড়াই জামিয়ে দিলে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান জিতলে তারা প্লে-অফের দৌড়ে এক পা এগিয়ে থাকত। দিল্লি-সহ বাকি দলগুলিকে পিছিয়ে পড়তে হতো বেশ কিছুটা। তবে রাজস্থান হেরে বসায় দিল্লি তো বটেই, অক্সিজেন পেল আরসিবি, হায়দরাবাদ, কেকেআর, পঞ্জাবের মতো দলগুলি। এমনকি ভেসে রইল চেন্নাই সুপার কিংসও।

একমাত্র গুজরাট টাইটাইনস এখনও পর্যন্ত প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে এবং একমাত্র দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। বাকি ৮টি দলের ভাগ্য এখনও নির্ধারিত হয়নি।

আরও পড়ুন:- RR vs DC: যতক্ষণ না হাফ-সেঞ্চুরি হয়, উৎকণ্ঠায় দম আটকে ছিল অশ্বিন ঘরণীর, প্রীতির প্রতিক্রিয়া দেখুন, ভিডিয়ো

আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপয়েন্টনেট রান-রেট
গুজরাট টাইটানস১২১৮+০.৩৭৬
লখনউ সুপার জায়ান্টস১২১৬ +০.৩৮৫
রাজস্থান রয়্যালস১২১৪ +০.২২৮
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১২১৪-০.১১৫
দিল্লি ক্যাপিটালস১২ ১২+০.২১০
সানরাইজার্স হায়দরাবাদ১১১০-০.০৩১
কলকাতা নাইট রাইডার্স১২১০-০.০৫৭
পঞ্জাব কিংস১১১০-০.২৩১
চেন্নাই সুপার কিংস১১+০.০২৮
১০মুম্বই ইন্ডিয়ান্স১১-০.৮৯৪

বড় ব্যবধানে জিততে পারলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ ছিল রাজস্থানের সামনে। তা না হওয়ায় তিন নম্বরেই থেকে যেতে হয় সঞ্জু স্যামসনদের। আগের মতোই পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে গুজরাট টাইটানস। দ্বিতীয় স্থানে জায়গা ধরে রাখে লখনউ সুপার জায়ান্টস। চার নম্বরে রয়েছে আরসিবি।

আরও পড়ুন:- RR vs DC: ব্যাটে-বলে দুর্দান্ত মার্শ, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকা সব দলের মুখে হাসি ফোটাল দিল্লি

দিল্লি নিজেদের পঞ্চম স্থান ধরে রাখে। ছয় নম্বরে রয়েছে হায়দরাবাদ। সাতে রয়েছে কলকাতা। আট নম্বরে অবস্থান করছে পঞ্জাব কিংস। নয়ে রয়েছে চেন্নাই। আগের মতোই লিগ টেবিলের একেবারে শেষে দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন