একে তো দিল্লির কাছে হার মানতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। তার উপর রাজস্থান হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। রবিবাসরীয় ডাবল হেডারের পরে আইপিএল ২০২২-এর লিগ টেবিলে বিস্তর রদবদল ঘটে। বলাবাহুল্য, শীর্ষস্থান ধরে রাখা সম্ভব হয়নি কেকেআরের পক্ষে। রাজস্থানের কাছে সিংহাসন খোয়াতে হয় শ্রেয়স আইয়ারদের।
কলকাতা আপাতত দ্বিতীয় স্থানে নেমে যায়। পাঁচ থেকে এক লাফে একে চলে আসেন সঞ্জু স্যামসনরা। তিন নম্বরে পিছলে যায় হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। স্বাভাবিকভাবেই চার নন্বরে চলে যেতে হয় বিরাট কোহলিদের আরসিবিকে। রাজস্থান রয়্যালসের কাছে হেরে প্রথম চারের বাইরে ছিটকে যায় লখনউ সুপার জায়ান্টস। তারা নেমে যায় পাঁচ নম্বরে।
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসে। পঞ্জাব নেমে যায় সাত নম্বরে। সানরাইজার্স হায়দরাবাদ আগের মতোই আট নম্বরে রয়েছে। পয়েন্ট টেবিলের একেবারে শেষ দু'টি স্থানে, অর্থাৎ নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।