বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Points Table: শুধু পয়েন্টেই নয়, রান-রেটেও সবার আগে রাজস্থান, KKR-কে সরিয়ে এক নম্বরে রয়্যালস

IPL 2022 Points Table: শুধু পয়েন্টেই নয়, রান-রেটেও সবার আগে রাজস্থান, KKR-কে সরিয়ে এক নম্বরে রয়্যালস

সঞ্জু স্যামসন ও রোহিত শর্মা। ছবি- আইপিএল।

লিগ টেবিলের একেবারে তলানিতে মুম্বই ও হায়দরাবাদ, দেখে নিন প্রথম চারে রয়েছে কারা।

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে রাজস্থান রয়্যালস। তারা পিছনে ঠেলে দেয় কেকেআরকে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত আইপিএলের লিগ টেবিলের এক নম্বরে রয়েছেন সঞ্জু স্যামসনরা। কলকাতা ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায়।

দিনের অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে আসে গুজরাট টাইটানস। হেরে চার নম্বরে পিছিয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

লিগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে মুম্বই ও হায়দরাবাদ। মুম্বই নয় নম্বরে এবং হায়দরাবাদ একেবারে শেষে দশ নম্বরে অবস্থান করছে।

যে কোনও সময়ে আইপিএলের আপডেটেড পয়েন্ট টেবিল পেয়ে যাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়:- https://bangla.hindustantimes.com/sports/ipl/points-table

আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
১. রাজস্থান রয়্যালস: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +২.১০০)
২. কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৮৪৩)
৩. গুজরাট টাইটানস: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৪৯৫)
৪. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.০৬৫)
৫. লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.০১১)
৬. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.০৪৮)
৭. পঞ্জাব কিংস: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: -১.১৮৩)
৮. চেন্নাই সুপার কিংস: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৫২৮)
৯. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -১.০২৯)
১০. সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -৩.০৫০)
*আইপিএল ২০২০-র দশম ম্যাচের (গুজরাট বনাম দিল্লি) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন