IPL Points Table: আইপিএলের সেরা দু'টি দল এখন লিগ টেবিলের একেবারে শেষে, লাফিয়ে উপরে উঠল RCB
1 মিনিটে পড়ুন . Updated: 10 Apr 2022, 12:04 AM IST- চেন্নাইকে হারিয়ে পয়েন্টের খাতা খুলল হায়দরাবাদ, আপাতত নিরাপদে রয়েছে KKR।
টুর্নামেন্টের ইতিহাসে সেরা দু'টি দলের একই সঙ্গে পর্যুদস্ত হওয়ার দিনে আইপিএল ২০২২-এর লিগ টেবিলে বড়সড় লাফ দিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢুকে পড়ে ব্যাঙ্গালোর।
অন্যদিকে চেন্নাইকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখে সানরাইজার্স হায়দরাবাদ। তারা পয়েন্ট টেবিলে খাতা খোলার সঙ্গে সঙ্গেই পিছনে ফেলে দেয় সিএসকে ও মুম্বইকে।
আপাতত নিজেদের প্রথম চারটি ম্যাচে হারের পরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে লিগ টেবিলের নয় নম্বরে। টানা চার ম্যাচে হেরে চারবারের খেতাবজয়ী তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস অবস্থান করছে একেবারে শেষে ১০ নম্বরে।
কলকাতা নাইট রাইডার্স আগের মতোই এক নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থান ধরে রেখেছে গুজরাট লায়ন্স। আরসিবি পাঁচ থেকে তিন নম্বরে উঠে এসেছে। চার নম্বরে পিছলে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম চারের বাইরে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। তারা লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।
পঞ্জাব কিংস রয়েছে ছয়ে। সাতে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদ একটি ম্যাচ জিতেই দশ থেকে দু'ধাপ উঠে এসে আট নম্বরে অবস্থান করছে।