কোহিনূরের অপেক্ষায় রয়েছে কুইন্স নেকলেস। নিতান্ত মজার ছলে ব্রিটিশ ধারাভাষ্যকারের কাছ থেকে কোহিনূর হিরে ফেরত চেয়ে বসলেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ চলাকালীন পার্শ্ববর্তী মেরিন ড্রাইভের ছবি ফুটে ওঠে টেলিভিশনের পর্দায়। মুম্বইয়ে ম্যাচ খেলা হলে ব্রডকাস্টাররা অবধারিতভাবে রাতের মেরিন ড্রাইভের আলোকোজ্জ্বল ছবি দর্শকদের সামনে তুলে ধরে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
এমন ছবি শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করে এমন নয়, বরং ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সকেও আপ্লুত শোনায় এমন মোহময়ী ছবি দেখে। তিনি মেরিন ড্রাইভকে তাঁর পরিচিত নাম কুইন্স নেকলেস হিসেবে উল্লেখ করেন।
সঙ্গে সঙ্গেই সহ-ধারাভাষ্যকার গাভাসকরের টিপ্পনি শোনা যায় যে, কুইন্স নেকলেস এখনও কোহিনূর হিরের অপেক্ষায় রয়েছে। কার্যত ইংল্যান্ডের কাছ থেকে এভাবেই কোহিনূর হিরে ফেরত চেয়ে বসেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।
গাভাসকর শুধু এটুকু টিপ্পনিতেই থেমে থাকেননি, বরং অ্যালানের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে কোহিনূর হিরে ভারতে ফিরিয়ে আনা যায় কিনা, সে বিষয়েও নিছক রসিকতা করেন সানি। গোটা আলোচনাটাই ছিল হালকা চালে এবং দুই কিংবদন্তিকেই হাসতে শোনা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।