আইপিএলের মঞ্চ প্রতি বছরই তারকাদের পাশাপাশি কিছু স্বল্পখ্যাত ক্রিকেটারদেরও নিজেদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ করে দেয়। জসপ্রীত বুমরাহর মতো বেশ কিছু তারকা আইপিএলে ভাল পারফর্ম করার সুবাদেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন। সেই একই পথে হেঁটে ভারতের হয়ে খেলার স্বপ্নে বুঁদ রাহুল ত্রিপাঠীও।
বহুদিন ধরেই আইপিএলে ভাল পারফর্ম করলেও, এখনও জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাননি ত্রিপাঠী। মরশুম শুরুর আগে ভাল আইপিএল খেলে জাতীয় দলে ঢোকার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। গতকাল গুজরাট টাইটানসের বিরুদ্ধে ব্যর্থ হলেও, এ মরশুমে কিন্তু আগুনে ফর্মে রয়েছেন মহারাষ্ট্রজাত ব্যাটার। ইতিমধ্যেই আট ম্যাচ খেলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪৫.৬০-র গড়ে ২২৮ রান করে ফেলেছেন ত্রিপাঠী। তাঁর প্রতিভায় মুগ্ধ খোদ সানরাইজার্স ব্যাটিং কোচ ব্রায়ান লারাও।
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
প্রাক্তন ইংল্যান্ড তারকা তথা ধারাভাষ্যকার গ্রেম সোয়ান Cricket.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিপাঠীর প্রতিভায় লারার মুগ্ধ হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘ও এখনও অবধি দারুণ খেলেছে। আমি আগের দিনই ব্রায়ান লারার সঙ্গে কথা বলছিলাম এবং লারা নিজেও ত্রিপাঠীর প্রতিভায় মুগ্ধ। যখন ব্রায়ান লারা কোনো দলের কোচ হন এবং তিনি কোনো প্রতিভার দিকে নজর দেওয়ার কথা বলেন, তখন তার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। ওর (ত্রিপাঠী) খেলা দেখে দারুণ মজা আসে। আমরা সবসময়ই জানতাম ওর মধ্যে আইপিএলের সেরা তিন ব্যাটার হওয়ার দক্ষতা রয়েছে এবং এই বছরে সেই প্রতিভার প্রতিই ও সুবিচার করছে। এক কথায় ওর খেলার দেখার অভিজ্ঞতা দারুণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।