
IPL 2022: বোলিং ঠিকঠাকই ছিল, ব্যাটাররাই ডোবালেন, KKR-র বিরুদ্ধে হেরে সাফ কথা উইলিয়ামসনের
১ মিনিটে পড়ুন . Updated: 15 May 2022, 02:26 PM IST- কেকেআরের বিরুদ্ধে ৫৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় সানরাইজার্স।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পুণের ময়দানে একেবারে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ। ৫৪ রানের বিশাল ব্যবধানে নাইটদের বিরুদ্ধে পরাস্ত হয় সানরাইজার্স। এত বড় হারের ফলে নিজামের শহরের ফ্রাঞ্চাইজির প্লে-অফে যাওয়ার পথটা ভীষণ কঠিন হয়ে গেল। তাদের নেট রান-রেটও বিশাল বড় ধাক্কা খেয়েছে।
ম্যাচ হেরে কিন্তু ব্যাটারদের দিকেই আঙুল তুললেন সানরাইজার্স অধিনয়াক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘প্রথমার্ধতে তো আমরা ঠিকঠাকই খেলেছিলাম, খুব একটা ক্ষতি হয়নই। রাসেল থাকলে আলাদা একটা চাপ তো থাকেই, তবে রানটা ঠিকঠাকই ছিল। ব্যাট হাতেই আমরা ভিতটা তৈরি করতে পারিনি। না পেরেছে পার্টনারশিপ গড়তে, না দলকে মোমেন্টাম এনে দিতে। অভিষেক শুরুটা ভাল করেও আউট হয়, যা খুবই হতাশাজনক। কেকেআর কিন্তু দারুণ পারফর্ম করেছে।’
কেকেআরের ব্যাটিং ইনিংসে শেষ ওভারে ওয়াশিংটন সুন্দরকে তিন ছক্কা হাঁকিয়ে রাসেল ওই ওভার থেকে মোট ২০ রান তোলে। শেষে এই বড় ওভারটা ম্যাচের গতিটা কেকেআরের দিকে কিছুটা হলেও ঘুরিয়ে দেয়। সুন্দরকে কেন এত পরে বল করানো হল? এই বিষয়ে উইলিয়ামসনের যুক্তি, ‘আমরা আগের দিকে যত দ্রুত সম্ভব উইকেট নিয়ে ওদের রুখে দিতে চেয়েছিলাম (তাই উমরান ও ভুবনেশ্বরের ওভার আগে শেষ করিয়ে দিই)। সবসময়ই ওই ওভারটা (২০ নম্বর) কঠিন হতো। ওয়াশিংটন এগিয়ে এসে সেই দায়িত্ব নিয়েছে। স্পষ্টতই আমাদের এই পরিকল্পনাটা সফল হয়নি।’ প্রসঙ্গত, আইপিএলে প্রথম দল হিসাবে টানা পাঁচ জয়ের পর, নাগাড়ে পাঁচটি ম্যাচে পরাজিত হল সানরাইজার্স।