আইপিএল-এ বড় সাফল্য পেলেন রশিদ খান। দ্বিতীয় স্পিনার হিসাবে আইপিএলে দ্রুততম উইকেটের সেঞ্চুরি করলেন গুজরাট টাইটানসের এই স্পিনার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শনিবার দুটি উইকেট নিয়ে অমিত মিশ্রের রেকর্ডকে ছুঁলেন তিনি। এদিন ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন রশিদ খান। চার ওভার বলে করে তিনি ২টি উইকেট শিকার করেছেন। বেঙ্কটেশ আইয়ার ও শিবম মাভিকে সাজঘরে ফিরিয়েছিলেন রশিদ খান।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম উইকেট নিয়ে বিশেষ রেকর্ডে নাম লিখিয়েছেন গুজরাট টাইটানসের তারকা স্পিনার রশিদ খান। দ্বিতীয় স্পিনার হিসেবে ৮৩ ম্যাচে আইপিএলে ১০০ উইকেট নিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ারের উইকেট নিয়ে আইপিএল-এ শততম উইকেট শিকারিদের তালিকায় নিজের নাম যুক্ত করলেন আফগান স্পিনার রশিদ খান।
সবচেয়ে কম ম্যাচে ১০০ আইপিএল উইকেট নেওয়ার রেকর্ডটি এখনও রয়েছে লাসিথ মালিঙ্গার নামের পিছনে। মালিঙ্গা মাত্র৭০ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এই তালিকার দুই নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার।যিনি ৮২টি ম্যাচ খেলে ১০০টি উইকেট শিকার করেছিলেন। তালিকার তিন নম্বরে ছিলেন অমিত মিশ্র,আশিস নেহরা। এ বার সেই তালিকায় নাম লেখালেন রশিদ খান। তিন বোলার যৌথভাবে এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনজনই ৮৩ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে রশিদ খান চার ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এই নিয়ে তিনি ৮৩ ম্যাচে মোট ১০১টি উইকেট শিকার করেছেন।IPL-এ ১০০ উইকেটের জন্য সর্বনিম্ন ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাক।
৭০ লাসিথ মালিঙ্গা
৮২ ভুবনেশ্বর
৮৩ অমিত মিশ্র/আশিস নেহরা/রশিদ খান
৮৪ যুজবেন্দ্র চাহাল
৮৬ সুনীল নারিন