বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নিলামে তৃতীয়বার নাম আসতে কেনা হয়েছিল উমেশকে, সেটাকেই সেরা চাল বলছেন KKR-র মেন্টর

IPL 2022: নিলামে তৃতীয়বার নাম আসতে কেনা হয়েছিল উমেশকে, সেটাকেই সেরা চাল বলছেন KKR-র মেন্টর

এবার আইপিএলের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন উমেশ যাদব। (ছবি সৌজন্যে আইপিএল)

এবার আইপিএলের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন উমেশ। কেকেআরের জার্সিতে দুটি ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন।

কারও জন্য খরচ করা হয়েছে ১২ কোটি টাকা। কাউকে সাত কোটি টাকায় দলে নেওয়া হয়েছে। সেখানে মাত্র দু'কোটি টাকায় উমেশ যাদবকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাও তৃতীয়বার নাম উঠতে তাঁকে নেওয়া হয়। তবে আইপিএলের প্রথম তিন ম্যাচের পর সেটাকেই চাল বলছেন নাইট মেন্টর ডেভিড হাসি।

আরও পড়ুন: বাবা কয়লার খনিতে কাজ করতেন, ভাবিনি কখনও ভারতের হয়ে খেলব- KKR-এর তারকা উমেশ যাদব

রবিবার কেকেআর.ইনে উমেশকে নিয়ে প্রশ্নের জবাবে হাসি বলেন, ‘এই মহূর্তে দাঁড়িয়ে ও (উমেশ) সম্ভবত আইপিএলের নিলামে সেরা ক্রয়। শুরুর দিকে দুর্দান্ত বল করেছে। শুরুতেই উইকেট নিচ্ছে। আমার মতে, উমেশ এবং অরুণ (ভরত অরুণ ভারতীয় পুরুষ দলের বোলিং কোচ ছিলেন, এখন কেকেআরের বোলিং কোচ) একসঙ্গে খুব ভালোভাবে কাজ করেছে। ওরা পাঁচ থেকে ছয় বছর একসঙ্গে কাটিয়েছে। ওদের মধ্যে সম্পর্ক খুব ভালো।’

হাসির মতে, উমেশ যে পরিশ্রম করেছেন, তারই দাম পাচ্ছেন। কেকেআর মেন্টরের কথায়, ‘উমেশের বিষয়ে একটা কথা বলতেই হবে, প্রতিটি ম্যাচের জন্য মাঠের বাইরেও অত্যন্ত পরিশ্রম করে। ও বলেছে যে ও মাঠে নামে, তখন ওর উপর কোনও চাপ থাকে না। কারণ ও দলের সাপোর্ট স্টাফদের থেকে সমর্থন পায়। ধন্যবাদ অরুণকে। (ক্রিকেট মহলে) ও অন্যতম সেরা মানুষ এবং সেরা বোলিং কোচ।’

আরও পড়ুন: মালিঙ্গা, বুমরাহদেরও অধরা, PBKS ম্যাচে আগুনে বোলিংয়ের জেরে এমনই নজির গড়লেন উমেশ

এমনিতে এবার আইপিএলের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন উমেশ। যিনি গত দু'বছরে হাতেগোনা কয়েকটি ম্যাচ খেলেছিলেন, এবার সেই উমেশই কেকেআরের জার্সিতে দুটি ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন। আপাতত যে তিনটি ম্যাচ খেলেছে কেকেআর, তার প্রতিটিতেই প্রথম ওভারে উইকেট নিয়েছেন উমেশ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ওভারে ২০ রান দিয়ে দু'উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআর হেরে গেলেও দুর্দান্ত বোলিং করেছিলেন উমেশ। চার ওভারে ১৬ রান দিয়ে দু'উইকেট নিয়েছিলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আবার নিজের কোটার ওভার শেষে ২৩ রানে চার উইকেট নেন উমেশ। শুধু তাই নয়, আপাতত ‘পার্পল ক্যাপও’ আছে তাঁর মাথায়।

বন্ধ করুন