এ মরশুমের আইপিএলে যেন নিজেকে পুনরায় আবিষ্কার করছেন উমেশ যাদব। জাত চেনাচ্ছেন সকলকে। কলকাতা নাইট রাইডার্সেপ প্রথম তিন ম্যাচেই নতুন বল হাতে দুর্দান্ত সফল উমেশ, পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিলেন ৪ উইকেট। এর জেরেই বর্তমানে পার্পেল ক্যাপ (সর্বোচ্চ উইকেটসংগ্রাহক) তালিকার শীর্ষে তিনি। এক নজরে দেখুন সেই তালিকা।
1/5গত দুই আইপিএল মরশুমে মাত্র দুই ম্যাচ খেলা উমেশ যাদবই এ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধেও অব্য়াহত তাঁর দৌরাত্ম্য। চার উইকেট নিয়ে পঞ্জাবরে নাস্তানাবুদ করে পার্পেল ক্যাপের একেবারে শীর্ষে উমেশ। মাত্র ৪.৯১-র ইকোনমি এবং ৭.৩৭-র গড়ে এখনও অবধি আট উইকেট নিয়েছেন তিনি।
2/5উমেশ আগুন ঝরালে, তাঁর ওপেনিং বোলিং পার্টনার টিম সাউদিও কম যান না। উমেশের থেকে এক কম, দুই ম্যাচ খেলে সাউদির দখলে রয়েছে ৫ উইকেট। কিউয়ি তারকার বোলিং গড় ১১.২০ ও ইকোনমি মাত্র ৭।
3/5সাউদির মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়ানিন্দু হাসারাঙ্গাও দুই ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন। তবে সাউদির থেকে বোলিং গড় এবং ইকোনমি, দুইয়েই পিছিয়ে থাকায় তিনি তালিকায় তিন নম্বরে রয়েছেন।
4/5আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ডোয়েন ব্র্যাভোকে পার্পেল ক্যাপের ক্যাপের দৌড়ে নেই, এমনটা সচরাচর দেখা যায় না। এই মরশুমে এখনও অবধি ৪ উইকেট নিয়ে আপাতত তিনি চার নম্বরেই রয়েছেন।
5/5রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এ মরশুমে খেলার সুযোগ পেয়েই পার্পেল ক্যাপের দৌড়ে রয়েছেন বাংলার আকাশ দীপও। ১২,১৪ প্রতি ওভারে রান খাওয়াটা কাম্য না হলেও দুই ম্য়াচে ইতিমধ্যেই চার উইকেটে নিয়ে তিনি কিন্তু পার্পল ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে রয়েছেন।