1/5ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। আসলে মাঠে দিল্লির লড়াই ছিল আরসিবির বিরুদ্ধেও। মুম্বই জিতলে তবেই প্লে-অফের টিকিট হাতে আসবে, এই বিষয়টাই আরসিবিকে বাধ্য করে মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করার জন্য।
2/5আরসিবি কোনও লুকোছাপা না করে খোলাখুলিভাবেই সমর্থন জানায় রোহিতদের। একাধিক আরসিবি তারকা সোশ্যাল মিডিয়ায় মুম্বইকে সমর্থন জানান।
3/5আরসিবি ফ্র্যাঞ্চাইজি মুম্বইয়ের সমর্থনে নিজেদের লোগোর রং লাল থেকে নীল করে দেয়। তারাও সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমর্থন জানায় মুম্বইকে।
4/5ম্যাচ চলাকালীন আরসিবি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে, যেখানে টিম হোটেলে একজোট হয়ে আরসিবি তারকাদের মুম্বই বনাম দিল্লি ম্যাচ দেখতে দেখা যাচ্ছে।
5/5গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীনই টুইট করে ইশান কিষাণ ও রোহিত শর্মাকে ধ্বংসাত্মক ক্রিকেট খেলার আহ্বান জানান।