IPL 2022: এক ফ্রেমে ধরা দিলেন সচিন-বিরাট,হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি
1 মিনিটে পড়ুন . Updated: 10 Apr 2022, 04:22 PM IST- পুণেতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি ম্যাচ শেষেই দুই মহাতারকাকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়।
পুণের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে নয় বল বাকি থাকতেই মুম্বইকে সাত উইকেটে হারিয়ে নাগাড়ে নিজেদের তিন নম্বর ম্যাচটি জিতে নেয় আরসিবি। এই ম্যাচ শেষেই দুই কিংবদন্তি এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বর্তমানে মুম্বই ফ্রাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করেন সচিন তেন্ডুলকর। ম্যাচ শেষে তেন্ডুলকরের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে। দুই মহাতারকার ছবি আরসিবি শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল। পরবর্তী কালে বিরাট নিজেও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, ‘পাজি, (সচিন তেন্ডুলকর) আপনার সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই সৌভাগ্যের বিষয়।’ ক্যাপশনের পাশে ছিল ‘GOAT’ ইমোটিকনও।
এই ম্যাচে কিন্তু ব্যাট হাতে কোহলি ভালই পারফর্ম করেন। ৩৬ বলে ৪৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিরাট। তবে আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তেই মাঠ ছাড়তে হয় বিরাটকে। ব্যাট ও প্যাডে একই সময়ে বল লাগলেও, রিভিউয়ের পরেও বিরাটকে আউট দেওয়া হয়। এর জেরেই ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে দলের জয়ে নিশ্চয়ই কোহলির সেই রাগ কিছুটা কমবে।