
IPL 2022: টেকনিকে গলদ নেই, বড় ইনিংস আসবে, টানা ব্যর্থতা সত্ত্বেও বিরাটে আস্থা জ্ঞাপন হেসনের
১ মিনিটে পড়ুন . Updated: 14 May 2022, 03:33 PM IST- পঞ্জাবের বিরুদ্ধে শুরুটা ভাল করেও মাত্র ২০ রানেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
বিরাট কোহলির সময়টা যে একেবারেই ভাল কাটছে না, তা পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর আউটটা দেখলেই আন্দাজ করা যায়। দুই চার ও একটি ছক্কা হাঁকিয়ে বিরাট শুরুটা ভালই করেছিলেন। তবে কাগিসো রাবাদাকে পুল করতে গেলে বল তাঁর দস্তানা ছুঁয়ে একেবারে ফাইন লেগের হাতে চলে যায়।
আউট হতে বিরাটকে চূড়ান্ত হতাশ দেখায়। মাঠের মধ্যে আকাশের দিকে তাকিয়ে নিজের হতাশাও প্রকাশ করেন তিনি। এই মরশুমে এখনও অবধি ১৩টি আইপিএল ইনিংসে একটি অর্ধশতরানের থেকে দুই বেশি, তিনবার প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন কোহলি। তাঁর ফর্ম নিয়ে চিন্তা সব মহলেই। তবে আরসিবি কিন্তু তাদের মহাতারকা তথা প্রাক্তন অধিনায়ক উপর থেকে আস্থা হারাচ্ছে না। ফ্রাঞ্চাইজির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর মাইক হেসন সাফ জানিয়ে দিলেন বিরাটের টেকনিকে কোনও গলদ নেই এবং শীঘ্রই তিনি বড় ইনিংস খেলবেন।
ম্যাচ শেষের সাক্ষাৎকারে হেসন জানান, ‘ওর টেকনিকে কোনও সমস্যা হচ্ছে না। ওকে আজ দারুণ ছন্দে দেখাচ্ছিল এবং আমার তো মনে হচ্ছিল আমরা আজ বিশেষ কিছু দেখতে চলেছি। তবে ও দুর্ভাগ্য়বশত আউট হয়। বাকিদের মতো (এমন ব্যর্থতায়) বিরাট নিজের চূড়ান্ত হতাশ ও বিরক্ত। তবে আমার আশা এক মহাকাব্যিক ইনিংস খুব শ্রীঘ্রই দেখা যাবে। আমাদের সামনে এক বিরাট বড় ম্যাচ আসছে। কে বলতে পারে, সেই ম্যাচেই হয়তো বিরাট নিজের সেই ইনিংসটা খেলল।’