বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: দ্বন্দ্ব কোথায়? কোহলির শটে মুগ্ধ সৌরভ, ভাইরাল BCCI প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

IPL 2022: দ্বন্দ্ব কোথায়? কোহলির শটে মুগ্ধ সৌরভ, ভাইরাল BCCI প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

এলিমিনেটরে মাঠে ব্য়াটিংরত বিরাট, গ্যালারিতে সৌরভ। ছবি- আইপিএল।

বিরাটের মারা একটি ফ্লিক শট দেখেই মুগ্ধ হয়ে যান সৌরভ।

সাম্প্রতিক সময়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহিল এবং বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরোধের খবর বারবার শিরোনামে উঠে এসেছে। তবে বুধবারের (২৫ মে) ইডেন সম্পূর্ণ ভিন্ন এক ছবি দেখল। বিরাটের একটি শটে মুগ্ধ সৌরভের প্রতিক্রিয়া এখন ভাইরাল।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটরে ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজের শেষ আইপিএল ইনিংসে ইডেনে শতরান করেছিলেন বিরাট। এবারের মরশুমে পারফরম্যান্স ভাল না হলেও, গত ম্যাচে দুরন্ত ইনিংসে দলকে জিতিয়েছিলেন তিনি। তাই আবারও বিরাট স্পেশ্যাল দেখার জন্য ইডেনে দর্শকদের সমাগম ঘটেছিল। কিন্তু শুরুটা ভাল করেও ২৪ বলে ২৫ রান করে ফিরে যান বিরাট। তাঁর এই ছোট্ট ইনিংসে ছিল দুইটি বাউন্ডারি। তাঁর মধ্যে একটি বাউন্ডারি দেখেই সৌরভের মুগ্ধতার প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।

ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুষ্মন্ত চামিরার লেগ সাইডের ফুল লেংথের বলে দারুণ একটি ফ্লিক শট মারেন বিরাট। নিমেষে সেই বল বাউন্ডারিতে চলে যায়। এই শট দেখেই ইডেনের গ্যালারিতে জয় শাহের পাশে বসে থাকা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ মুগ্ধ হয়ে যান। অবশ্য বিরাট বেশি রান করতে না পারলেও, রজত পতিদারের অপরাজিত ১১২ রানের ইনিংসের ভর করে আরসিবি ২০৭ রান তোলে। জবাবে ১৯৩-তেই আটকে যায় লখনউ। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার ২ খেলার সুযোগ পেয়ে যায় আরসিবি।

বন্ধ করুন