IPL 2022: ব্যাটে রান নেই, তার তোয়াক্কা না করে বাসন বাজিয়ে ফুর্তি করছেন কোহলি
১ মিনিটে পড়ুন . Updated: 09 May 2022, 04:44 PM IST- সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হন কোহলি।
সানরাইজার্স হায়দরাবাদকে ৬৭ রানের ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাত দিলেও, বিরাট কোহলি কিন্তু ম্যাচে চরম ব্যর্থ হয়েছেন। ম্যাচের প্রথম বলেই এ মরশুমে তৃতীয়বার ‘গোল্ডেন ডাক’ করে ফিরতে হয়েছে তাঁকে। তবে কোহলিকে দেখে সেই বিষয়ে বোঝা মুশকিল।
সানরাইজার্স ম্যাচের পর সাজঘরে খাওয়ার টেবিলে একেবারে খোশমেজাজে দেখা গেল কোহলিকে। বাসন বাজিয়ে, সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টা করে সকলকে মাতিয়ে রাখলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। তাঁকে দেখে কে বলবে যে আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে খারাপ মরশুম চলছে তাঁর। কে বলবে গত ১৯৯ আইপিএল ইনিংসে তিনবার প্রথম বলে আউট হওয়ার রেকর্ড এ মরশুমে মাত্র ১২ ম্যাচেই বরাবর করে দিয়েছেন তিনি।
এ বার কোহলির মরশুম যে কতটা খারাপ যাচ্ছে, তা তাঁর পরিসংখ্যানেই বোঝা যায়। ১২ ম্যাটে ১১১.৩৪-র গড়ে মাত্র ২১৬ রান করেছেন কোহলি। ব্যাটিং গড় ২০-র থেকেও কম (১৯.৬৪)। মাত্র একবার ৫০-র গণ্ডি পার করেছেন তিনি। নিঃসন্দেহে কোহলির ফর্ম আরসিবি তো বটেই, ভারতীয় দলের ক্ষেত্রেও বিরাট চিন্তার কারণ। বছরের শেষের দিকে বিশ্বকাপ, আসছে ইংল্যান্ড সফরও। তাই খুব দ্রুতই কোহলির ছন্দে ফেরাটা প্রয়োজনীয়।