আইপিএল ২০২২-এর লিগ পর্বে ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে ৬টি দল। ৫৭তম লিগ ম্যাচের শেষে ১২টি করে ম্যাচ খেলছে ৪টি দল। এই অবস্থায় চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ব্যক্তিগত পারফর্ম্যান্সের সঙ্গে পিএসএল ২০২২-এ ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্ম্যান্সের তলনামূলক আলোচনায় দেখে নেওয়া যাক, কোন লিগে মনোরঞ্জনের উপকরণ বেশি।
৬ টিমের পিএসএলের লিগ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলেছে। ফাইনাল মিলিয়ে চ্যাম্পয়ন দল লাহোর টুর্নামেন্টে সব থেকে বেশি ১৩টি ম্যাচ খেলেছে। সুতরাং, কার্যত পাকিস্তান সুপার লিগের মতো একই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলতি আইপিএল।
আরও পড়ুন:- রায়নার মতো হাল হল ক্রিস লিনের, BBL-এ রেকর্ড রান করা তারকাকে ১১ বছর পরে ছেঁটে ফেলল ব্রিসবেন
এই অবস্থায় চোখ রাখা যাক দুই লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বাধিক উইকেটশিকারি, সব থেকে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকায়। দেখে নেওয়া যাক আরও কিছু পরিসংখ্যান।
পারফর্ম্যান্স | IPL 2022 | PSL 2022 |
---|
সর্বোচ্চ রান | জোস বাটলার: ১১ ম্যাচে ৬১৮ | ফখর জামান: ১৩ ম্যাচে ৫৮৮ |
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস | জোস বাটলার: ১১৬ | জেসন রয়: ১১৬ |
সর্বাধিক ছক্কা | জোস বাটলার: ১১ ম্যাচে ৩৭টি | টিম ডেভিড: ১১ ম্যাচে ২১টি |
সর্বাধিক ৫০ রানের বেশি ইনিংস | জোস বাটলার: ১১ ম্যাচে ৬টি | ফখর জামান: ১৩ ম্যাচে ৮টি |
সর্বাধিক উইকেট | যুজবেন্দ্র চাহাল: ১১ ম্যাচে ২২টি | শাহিন আফ্রিদি: ১৩ ম্যাচে ২০টি |
সেরা বোলিং | জসপ্রীত বুমরাহ: ৪-১-১০-৫ | নাসিম শাহ: ৩.৩-০-২০-৫ |
সর্বাধিক ক্যাচ | রিয়ান পরাগ: ১১ ম্যাচে ১১টি | টিম ডেভিড: ১১ ম্যাচে ১০টি |
আরও পড়ুন:- বিরাটের সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছিল, অবশেষে মুখ খুললেন রিজওয়ান
সুতরাং, ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে দুই লিগেই ছবিটা কার্যত একই জায়গায় দাঁড়িয়ে।