আইপিএল ২০২২-এর লিগ পর্বে ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে ৬টি দল। ৫৭তম লিগ ম্যাচের শেষে ১২টি করে ম্যাচ খেলছে ৪টি দল। এই অবস্থায় চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ব্যক্তিগত পারফর্ম্যান্সের সঙ্গে পিএসএল ২০২২-এ ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্ম্যান্সের তলনামূলক আলোচনায় দেখে নেওয়া যাক, কোন লিগে মনোরঞ্জনের উপকরণ বেশি।
৬ টিমের পিএসএলের লিগ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলেছে। ফাইনাল মিলিয়ে চ্যাম্পয়ন দল লাহোর টুর্নামেন্টে সব থেকে বেশি ১৩টি ম্যাচ খেলেছে। সুতরাং, কার্যত পাকিস্তান সুপার লিগের মতো একই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলতি আইপিএল।
এই অবস্থায় চোখ রাখা যাক দুই লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বাধিক উইকেটশিকারি, সব থেকে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকায়। দেখে নেওয়া যাক আরও কিছু পরিসংখ্যান।
আরও পড়ুন:- বিরাটের সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছিল, অবশেষে মুখ খুললেন রিজওয়ান
সুতরাং, ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে দুই লিগেই ছবিটা কার্যত একই জায়গায় দাঁড়িয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।