শুভব্রত মুখার্জি
আইপিএলের নিলাম বা মূল টুর্নামেন্ট যখন সামনে থাকে, তখন দেশের হয়ে খেললেও ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজাড় করে দেন না বলে বিস্ফোরক দাবি করলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। উল্লেখ্য, এবার আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ ফেব্রুয়ারি। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ শেষ হওয়ার একদিন পরেই বসেছিল এই দু'দিনব্যাপী নিলামের আসর।
সুনীল গাভাসকরের মতে, এই আইপিএলের নিলামে এত বিপুল পরিমাণ অর্থ জড়িত রয়েছে যে তা যে কোনও এক ক্রিকেটারের জীবন বদলে দিতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার হয়ে একটি কলামে তিনি লিখেছেন, 'নিলাম যে কোনও ক্রিকেটারের জন্য জীবন পালটে দেওয়া এক অভিজ্ঞতা। কারণ নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায় এর মধ্যে দিয়ে। তাঁদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।'
তিনি আরও যোগ করেন, 'এর প্রধান কারণ, তাঁরা চোট-মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তাঁরা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।' নিলামে বিপুল অঙ্কের টাকা ব্যয়ের কথা বলতে গিয়ে গাভাসকর লিখেছেন, 'প্রতি ফ্র্যাঞ্চাইজির সমর্থকরা নজর রাখবেন যে বিপুল পরিমাণ অর্থ তাঁদের ক্রিকেটারদের পিছনে খরচ করা হয়েছে, তা আদৌও যুক্তি সংগত হয়েছে কিনা, তা খুঁজে বের করতে হবে। যা ক্রিকেটারদের উপর প্রত্যাশার চাপ তৈরি করবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।