রাহুল তেওয়াটিয়া ২০২২ আইপিএল-এ ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। গুজরাট টাইটানসের হয়ে তেওয়াটিয়া সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২১বলে অপরাজিত চল্লিশ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ২ বলে দুটি ছক্কা মেরে দলকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মজার ছলে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলে ধরেন। গুজরাটের দলটি প্রথমবারের মতো টি-টোয়েন্টি লিগে প্রবেশ করছে এবং দলটি এখন পর্যন্ত অসাধারণ পারফর্ম করেছে। এখন পর্যন্ত খেলা ৮টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস। দলটি লিগ রাউন্ডের বাকি ৬টি ম্যাচের একটিতে জিতলেই প্লে অফে উঠে যাবে।
মার্কো ইয়ানসেনের বলে শেষ ওভারে ৩টি ছক্কা মারেন রশিদ খান। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রশিদ খান ও রাহুল তেওটিয়ার সঙ্গে কথা বলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই ভিডিয়োতে হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমার কাছে দুটি অমূল্য রত্ন রয়েছে। একটা কথা বল তোমরা দুজনে প্রতিবার এটা কি করছিস। আমরা তো বাইরে বসে এটা বিশ্বাসই করতে পারছি না।’ এ বিষয়ে রশিদ খান বলেন,‘আমরা খুব খুশি যে আমরা জিতেছি। আমরা নিজেদেরকে বিশ্বাস করি এবং আমরা আমাদের শটে ফোকাস করেছি। রাহুল ভাইয়ের সাথেও একই ঘটনা ঘটেছে।’
রশিদ খান তার অনন্য শটের জন্য পরিচিত। হার্দিক পান্ডিয়া তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন যে এটাকে তিনি স্ন্যাক শট বলে। এ দিকে পান্ডিয়া রাহুল তেওটিয়াকে বলেছিলেন যে আপনি যদি প্রতিটি ম্যাচে ব্যাট করতে আসেন তবে আপনি পুরো ম্যাচের গতিপথ পরিবর্তন করেন। এ বিষয়ে রাহুল তেওটিয়া বলেন,‘ভাই,আপনি প্রথমে আমাদের এই পরিস্থিতিতে ফেলেন,তারপর যখন আমরা প্যাড পরে বাইরে বসে থাকি,তখন আপনি বলেন যে আমাদের উপর আপনার বিশ্বাস রয়েছে।’
রাহুল তেওয়াটিয়া আরও বলেন,‘অধিনায়ক ও কোচ আমাদের প্রতি এত আস্থা দেখাচ্ছেন এর চেয়ে ভাল জিনিস আর কী হতে পারে।’ এ বিষয়ে পান্ডিয়া বলেন তারা যখন এমন ইনিংস খেলবেন,তখন দল তাদের প্রতি আরও বিশ্বাস দেখাবে। রাহুল তেওয়াতিয়া আরও বলেন,‘এটা ভাল যে আমরা ম্যাচটি শেষ করছি। আশা করি, ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে আমরা এভাবেই খেলা শেষ করব।’