বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: KKR-র বিরুদ্ধে পাঁচ উইকেটে নিয়ে পুরনো দল RCB-র সাহায্য করলেন যুজবেন্দ্র চাহাল

IPL 2022: KKR-র বিরুদ্ধে পাঁচ উইকেটে নিয়ে পুরনো দল RCB-র সাহায্য করলেন যুজবেন্দ্র চাহাল

কেকেআরের বিরুদ্ধে উইকেট নিয়ে চাহালের সেলিব্রেশন। ছবি- পিটিআই। (PTI)

নাইটদের বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট নেন চাহাল।

পাঁচ ওভার, ৪০ রান, হ্যাটট্রিক, পাঁচ উইকেট, যুজবেন্দ্র চাহালের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরিসংখ্যান যে কোনও বোলারেরই স্বপ্ন। চাহালের এক ওভারই রাজস্থান রয়্যালসের দিকে খেলা ঘুরিয়ে দেয়। এই ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে প্রথম বোলার হিসাবে এক অনন্য নজির গড় ফেললেন চাহাল।

আইপিএলের ১৫ বছরের ইতিহাসে রাজস্থানের তারকা লেগ স্পিনারই প্রথম বোলার হিসাবে নাইটদের বিরুদ্ধে এক ম্যাচে পাঁচ উইকেট নিলেন। এর আগে কোনও বোলারের দখলে এই কৃতিত্ব ছিল না। চাহালের এই স্পেলে ভর করেই নাইট রাইডার্সকে সাত রান মাত দিয়ে এ মরশুমে নিজেদের চতুর্থ ম্যাচ জিতে আইপিএল লিগ তালিকায় দুইয়ে উঠে এল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এই রেকর্ড গড়েই চাহাল নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটু সুবিধাই করে দিলেন।

আইপিএলে দুইয়ের বেশি মরশুম খেলা দলগুলির মধ্যে আরসিবিই একমাত্র দল অবশিষ্ট রইল যার বিরুদ্ধে আজ অবধি কোনও বোলার এক ইনিংসে পাঁচ উইকেট নেননি। এই পারফরম্যান্সের সুবাদে চাহালে ‘পার্পল ক্যাপ’ তালিকার শীর্ষে নিজের দখল আরও মজবুত করলেন। ছয় ম্যাচে তিনি ইতিমধ্যেই ১৭ উইকেট নিয়ে ফেলেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন