চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ব্যাটসম্যান নারায়ন জগদীশান বলেছেন যে রবিচন্দ্রন অশ্বিন এবং দীনেশ কার্তিকের মতো সিনিয়র খেলোয়াড়রা তাঁকে তার খেলা সম্পর্কে মূল্যবান মতামত দিয়েছেন। কোচিতে আইপিএল মিনি-নিলামে জগদীশানকে কলকাতা নাইট রাইডার্স ৯০ লক্ষ টাকাতে তুলে নিয়েছে। প্রাক্তন সিএসকে ব্যাটসম্যান বলেছেন যে অশ্বিন এবং কার্তিক তাকে মূল্যবান ইনপুট দিয়েছেন, কারণ তারা সম্ভবত তার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন।
নারায়ন জগদীশান বলেন, ‘তামিলনাড়ুতে অনেক সিনিয়র খেলোয়াড় আছে এবং আমি প্রায় সকলের সঙ্গে খেলার সৌভাগ্য পেয়েছি। আর অশ্বিন এবং দীনেশ কার্তিকও আমার সঙ্গে অনেক কথা বলছিলেন এবং তারা সম্ভবত আমার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। আমি তাদের সঙ্গে সাধারণভাবে ক্রিকেট সম্পর্কে অনেক কথোপকথন করেছি, তারা কীভাবে প্রস্তুতি নেয় এবং সকলেই আমাকে নিজেদের মূল্যবান ইনপুট দিয়েছেন।’
আরও পড়ুন… AUS vs SA: ১০০তম টেস্টে দ্বিশতরানের নজির, সেলিব্রেশন করতে গিয়ে চোট,মাঠ ছাড়তে হল ওয়ার্নারকে- ভিডিয়ো
নারায়ন জগদীশান বলেছেন যে তিনি কেকেআর পরিবারের একজন অংশ হতে পেরে খুব খুশি। তিনি যোগ করেছেন যে তিনি তার প্রক্রিয়ার সঙ্গে লেগে আছেন এবং বাছাই করার পরে বিচলিত হন না। নারায়ন জগদীশান আরও বলেছেন, ‘সত্যি বলতে, আমি অত্যন্ত খুশি যে আমি কেকেআর পরিবারের একজন অংশ কিন্তু একই সঙ্গে আমি বর্তমানের মধ্যে থাকার চেষ্টা করছি। নিলামের আগেও, আমার চিন্তাভাবনা ছিল যে আমায় যদি কেউ বাছাই করে তো সেটা ভালো হবে, তবে কেউ আমায় না নেয় তাহলে যে সব রাস্তা বন্ধ হয়ে যাবে বা সব শেষ হয়ে যাবে সেটা নয়। সুতরাং, আমি শুধু প্রক্রিয়ার উপর স্টিকিং করছি। তবে, হ্যাঁ, আমি ম্যাচ খেলতে পারলে খুশি হব।’
২৭ বছর বয়সী তারকা ক্রিকেটার বলেছেন যে তিনি তার বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্সের জন্য সত্যিই গর্বিত। নারায়ন জগদীশান আরও যোগ করে বলেছেন যে তিনি তাঁর প্রক্রিয়া অনুসরণ করতে থাকবেন। নারায়ন জগদীশান আরও বলেন, ‘যদি আমি স্কোরগুলির দিকে ফিরে তাকাই, আমি সত্যিই এটি নিয়ে গর্বিত, কিন্তু একই সঙ্গে, আমি একটি নির্দিষ্ট খেলার জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছি তা নিয়ে আরও বেশি কিছু ভাবতে হবে। একটি ছোট্ট বিষয়যে যেটি নিয়ে আমি কাজ করছি, সেই প্রক্রিয়াটাকে শুধু অনুসরণ করতে হবে। প্রক্রিয়াটি এমন কিছু যা আপনি প্রতিদিন করেন এবং অনুসরণ করেন। প্রস্তুতি প্রতিদিনই করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।