আইপিএলের নিলামে টাকার ফোয়ারা উঠল। স্যাম কারান, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসের জন্য জলের মতো টাকা খরচ করল বিভিন্ন দল। পঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকায় কিনেছে কারানকে। গ্রিনের জন্য ১৭ কোটি টাকার বেশি খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৬.২৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গিয়েছেন বেন স্টোকস। তারইমধ্যে একাধিক ভারতীয় খেলোয়াড়েরও দর ভালো উঠেছে। মুকেশ কুমারকে ৫.৫০ কোটিতে নিল দিল্লি ক্যাপিটলস।
শাকিব আল হাসন খেলবেন KKR
১.৫ কোটিতে শাকিব আল হাসানকে নিল কলকাতা নাইট রাইডার্স। KKR-এ ফিরলেন বাংলা
জো রুটকে নিল রাজস্থান
১ কোটিতে জো রুটকে নিল রাজস্থান রয়্যালস।
মনদীপ সিং-কে নিল কেকেআর
৫০ লক্ষ টাকায় মনদীপ সিং-কে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
অ্যাডাম জাম্পাকে নিল রাজস্থান
১.৫ কোটিতে অ্যাডাম জাম্পাকে ঘরে তুলল রাজস্থান রয়্যালস।
আকিল হোসেনকে নিল SRH
১ কোটিতে আকিল হোসেনকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
লিটন দাসকে নিল KKR
৫০ লক্ষ টাকায় লিটন দাসকে নিল কলকাতা নাইট রাইডার্স।
শুরু IPL 2023 ফাইনাল পার্ট
রাইলি রুসোকে নিয়ে লড়াই চলছে। ৪.৬০ কোটিতে রাইলিকে নিল দিল্লি ক্যাপিটলস।
টম কারান অবিক্রিত
দাদা স্যাম কারান রেকর্ড অর্থে বিক্রি হলেন, অন্যদিকে অবিক্রিত থাকলেন টম কারান। তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ।
নামিবিয়ার ডেভিড ওয়াইসকে নিল KKR
এক কোটি টাকার বিনিময়ে নামিবিয়ার ডেভিড ওয়াইসকে নিল KKR.
লিটলের জন্য বড় লড়াই
জশুয়া লিটলের জন্য চলল বড় লড়াই। ৫০ লক্ষের বেস প্রাইস থেকে ৪.৪০ কোটিতে উঠলেন আয়ারল্যান্ডের তারকা। শেষ পর্যন্ত লড়াই জিতল গুজরাট।
KKR-এ সুয়াশ শর্মা
সুয়াশ শর্মাকে নিল কলকাতা নাইট রাইডার্স। ২০ লক্ষ টাকায় স্পিনার সুয়াস শর্মাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
দুয়ান য়ানসেন গেলেন MI
২০ লক্ষ টাকায় দুয়ান য়ানসেনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রেরক মানকড়কে ২০ লক্ষ টাকায় কিনল লখনউ।
মায়াঙ্ক দাগারের জন্য RR বনাম SRH-এর লড়াই
মায়াঙ্ক দাগারের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেখানে থেকে ১.৮০ কোটি টাকার বিনিময়ে মায়াঙ্ক দাগারকে কিনল SRH
অমিত মিশ্রকে নিল লখনউ
৫০ লক্ষ টাকায় অমিত মিশ্রকে নিল লখনউ। পীযূষ চাওলাকে ৫০ লক্ষতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
দেখুন কার পার্সে কত টাকা রয়েছে
CSK: ১.৯ কোটি টাকা
RCB: ৩.৪৫ কোটি টাকা
DC: ৯.০৫ কোটি টাকা
GT: ৯.৫৫ কোটি টাকা
KKR: ৫.৫৫ কোটি টাকা
LSG: ৫.১৫ কোটি টাকা
MI: ১.৫৫ কোটি টাকা
PBKS: ১৩.২০ কোটি টাকা
RR: ৭.৪৫ কোটি টাকা
SRH: ৯.৭৫ কোটি টাকা
জেমিসনকে কিনল CSK
জেমিসনকে নিজেদের দলে ১ কোটি টাকার বিনিময়ে কিনল চেন্নাই সুপার কিংস।
তাসকিনও অবিক্রিত
অবিক্রিত থাকলেন তাসকিন আহমেদ, সন্দীপ শর্মা, দুশমন্তা চামিরা, ব্লেসিং মুজারবানি।
ডানিয়েল স্যামকে কিনল লখনউ
৭৫ লক্ষ টাকায় ড্যানিয়েল স্যামকে নিল লখনউ সুপার জায়ান্টসরা। তবে ডারেল মিচেল অবিক্রিত থাকলেন। রোমারিও শেফার্ডকে ৫০ লক্ষতে নিল লখনউ। জিমি নিশাম অবিক্রিত থাকলেন। পার্নেলও অবিক্রিত থাকলেন।
ভ্যান ডার ডুসেন অবিক্রিত
রাসি ভ্যান ডার ডুসেন অবিক্রিত থাকলেন। উইল জ্যাককে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ট্রেভিস হেড অবিক্রিত থাকলেন। ডেভিড মালানও অবিক্রিত থাকলেন।
মণীশ পান্ডেকে ২.৪০ কোটিতে কিনল দিল্লি
মণীশ পান্ডেকে ২.৪০ কোটিতে কিনল দিল্লি ক্যাপিটলস
অবিক্রিত অশ্বিন, শ্রেয়স গোপাল
মুরুগন অশ্বিন, ইজারউলহক নভীদ, চিন্তাল গান্ধী, শ্রেয়স গোপালরা অবিক্রিত থাকলেন।
মুকেশ কুমারকে নিল দিল্লি
২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে দর উঠল ৫.৫০ কোটি। দিল্লি নিল মুকেশ কুমারকে।
শিবম মাভিকে ৬ কোটিতে দলে নিল গুজরাট
শিবম মাভির জন্য দারুণ লড়াই চলল। ৪০ লক্ষ টাকার বেস প্রাইস উঠল টাকায়। শেষ পর্যন্ত মাভিকে ৬ কোটিতে দলে নিল গুজরাট।
যশ ঠাকুরকে নিল লখনউ
৪৫ লক্ষ টাকায় যশ ঠাকুরকে নিল লখনউ সুপার জায়ান্টস।
বৈভব অরোরাকে নিল কলকাতা
বৈভব অরোরাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। তরুণ ভারতীয় পেসার বৈভব অরোরাকে ৬০ লক্ষ টাকায় কিনল কেকেআর।
কেএস ভরতকে নিল গুজরাট
কেএস ভরতকে ১.২ কোটিতে নিল গুজরাট টাইটানস। উপেন্দর সিংহ যাদবকে ২৫ লাখে নিল সানরাইজার্স হায়দরাবাদ। অবিক্রিত সুমিত কুমার, দীনেশ বানা।
এন জগদিশানের জন্য লড়াই জিতল
২০ লক্ষ টাকার বেস প্রাইসের জগদিশানের জন্য লড়াই চলল KKR ও CSK এর শেষ পর্যন্ত ৯০ লক্ষ টাকায় কিনল কলকাতা।
নিশান্ত সিঙ্কুর জন্য লড়াই
কলকাতাকে হারিয়ে ৬০ লক্ষ টাকায় নিশান্ত সিন্ধুকে তুলে নিল চেন্নাই সুপার কিংস।
অবিক্রিত অভিমন্যু ঈশ্বরণ
২০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে নিলামে নেমেছিলেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু তিনি অবিক্রিত থাকেন।
বিভ্রান্ত শর্মাকে নিল SRH
২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে নিজের দাম ২.৬ কোটি তুললেন বিভ্রান্ত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদ নিল তাঁকে।
চেন্নাই সুপার কিংস নিল সাইক রাশিদ
সাইক রাশিদকে ২০ লাখ টাকায় দলে নিল চেন্নাই সুপার কিংস। অবিক্রিত থাকলেন আনমোলপ্রীত সিংহ, চেতন এলআর, শুভম খাজুরিয়া, রোহন কুন্নুমাল ও হিম্মত সিং।
এবার শুরু হবে আনক্যাপড ক্রিকেটারদের নিলাম
এবার কি তাহলে KKR লড়াই শুরু করবে। কারণ এবার শুরু হবে আনক্যাপড ক্রিকেটারদের নিলাম। এবার ক্যালকুলেটেড প্লেয়ার নিতে চাইবে কলকাতা। এবার হয়তো উইকেটরক্ষক-ব্যাটার ও মিডিয়াম পেস বোলারের দিকে ঝাঁপাতে পারে নাইট রাইডার্স।
জাম্প- শামসি-মুজিব অবিক্রিত
অ্যাডাম জাম্পা, তাবরেজ সামশ ও মুজিব রহমন প্রত্যেকেই অবিক্রিত থাকলেন। এর সঙ্গে আকেল হোসেনকেও কোন দল নেয়নি।
আদিল রশিদকে কিনল SRH
২ কোটিতে আদিল রশিদ ও ৫০ লাখে মায়াঙ্ক মার্কান্ডেকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বোলারদের মধ্যে প্রথম রাউন্ডের নিলামে অবিক্রিত থাকলেন অ্যাডম মিলনে, আকেল হোসেন, তাবরেজ সামসি ও মুজিব রহমান।
জয়দেব উনাদকাট গেলেন লখনউ-এ
জয়দেব উনাদকাটকে ৫০ লক্ষতে নিল লখনউ। অ্যাডাম মিল অবিক্রিত থাকলেন, অজি তারকা রিচার্ডসনকে ১.৫ কোটিতে নিল মুম্বই। ৫০ লক্ষতে ইশান্তকে নিল দিল্লি।
অবিক্রিত ক্রিস জর্ডন
২ কোটি টাকার বেস প্রাইসে নাম উঠেছিল ক্রিস জর্ডনের। কাউ তাঁর জন্য ইন্টারেস্ট দেখাননি। ফলে আনসোল্ড থাকেন জর্ডন।
ফিল সল্টকে ২ কোটিতে নিল দিল্লি
ফিল সল্টকে ২ কোটি টাকাতে নিজেদের দলে নিল দিল্লি ক্যাপিটলস।
অবিক্রিত কুশল মেন্ডিশরা
অবিক্রিত থাকলেন টম ব্যান্টন, কুশল মেন্ডিশ।
হেনরিক ক্লাসেনকে ৫.২৫ কোটিতে কিনল SRH
১.২০ কোটিতে বিড দিল্লিকে দিয়ে দিয়েছিলেন সঞ্চালক। তারপর আবার তিনি বোঝেন যে হেনরিকের জন্য আরও বিড করা হচ্ছে। নিজের ভুল শুধরে নিয়ে আবার বিড শুরু হয়। এরপরে বিড ৫.২৫ কোটিতে হেনরিক ক্লাসেনকে কিনল সানরাইজার্স।
নিকোলাস পুরানকে ১৬ কোটিতে কিনল লখনউ
ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরানকে ১৬ কোটিতে কিনল লখনউ। লড়াইটা দিল্লি-রাজস্থান ও লখনউ-এর মধ্যে দেখা যায়।
লিটন দাস অবিক্রিত
অবিক্রিত থাকলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।
জেনে নিন IPL-এ সর্বাধিক দর কারা পেয়েছেন
আইপিএল নিলাম ইতিহাসে জোড়া সর্বোচ্চ দর উঠল। স্যাম কারানকে নিতে ১৮.৫ কোটি খরচ করল পঞ্জাব কিংস। পাশাপাশি ১৭.৫ কোটিকে ক্যামেরুন গ্রিনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। এরপরে ১৬.২৫ কোটিতে বেন স্টোকসকে কিনল চেন্নাই সুপার কিংস। এর আগে যেই দর গুলো সর্বাধিক ছিল ক্রিস মরিস (১৬.২৫ কোটি), যুবরাজ সিং (১৬ কোটি), প্যাট কামিন্স (১৫.৫ কোটি), ইশান কিষাণ (১৫.২৫ কোটি), কাইল জেমিসন (১৫ কোটি) ও বেন স্টোকসের (১৪.৫ কোটি) নাম।
১৬.২৫ কোটিতে CSK তে বেন স্টোকস
১৬.২৫ কোটিতে চেন্নাই সুপার কিংস নিল বেন স্টোকসকে। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে নিলামে অন্যতম প্লেয়ার সম্ভবত হতে চলেছেন বেন স্টোকস, যাঁকে নিয়ে ১০ দলেরই দর কষাকষি তুঙ্গে উঠবে। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে অবশ্য তাঁরাই নিতে পারবে, যাঁদের হাতে বেশি টাকা রয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গিয়েছেন স্টোকস।
ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ক্যামেরন গ্রিন একজন অপরিহার্য অলরাউন্ডার। অজি তারকা ভারতের মাটিতে খেলে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই সময় তাঁর ব্যাটে ঝড় দেখেছিল ভারত। সিরিজের তিনটি ম্যাচে গ্রিন দু'টি ঝড়ো হাফ সেঞ্চুরি করেছিলেন- একটি ৩০ বলে ৬১ এবং একটি ২১-বলে ৫২ (টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে দ্রুততম ফিফটি)। ব্যাটিংয়ের সঙ্গে গ্রিন পেস বোলিং করেন।
৫.৭৫ কোটিতে বিক্রি হলেন হোল্ডার
রাজস্থান রয়্যালসকে ৫.৭৫ কোটিতে কিনল রাজস্থান রয়্যালস।
সিকান্দর রাজাকে কিনল পঞ্জাব
জিম্বাবোের সিকান্দর রাজাকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস। ওডিন স্মিথকে ৫০ লক্ষ টাকায় কিনল গুজরাট।
স্যাম কারানকে ১৮.৫০ কোটিতে কিনল পঞ্জাব
ইংল্যান্ডের বাঁ-হাতি স্যাম কারানকে এবারের নিলামে দারুণ লড়াই দেখা গেল। ২ কোটির বেস প্রাইসে থাকা এই ক্রিকেটারকে ১৮.৫০ কোটিতে কিনল পঞ্জাব কিং। তবে তাঁর পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। তাঁর জায়গায় বড় ভাই টম কারান দলে আসেন। ২৪ বছরের তারকা কিন্তু বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন করেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন বাঁ-হাতি পেসার। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নেন।
শাকিব আল হাসান অবিক্রিত
অবিক্রিত থাকলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। তাঁর বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। কিন্তু কোনও দলই তাকে বিডে ডাকেনি।
রাহানেকে কিনল চেন্নাই
৫০ লক্ষ টাকায় রাহানে কিনল চেন্নাই সুপার কিং। জো রুট অবিক্রিত থাকল। রিলি রুসউ অবিক্রিত থাকলেন।
মায়াঙ্ককে কিনল সানরাইডার্স হায়দরাবাদ
৮ কোটি ২৫ লক্ষ টাকায় মায়াঙ্ক আগারওয়ালকে কিনল সানরাইডার্স হায়দরাবাদ।
হ্যারি ব্রুক-কে কিনল
১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইস উঠেছিল ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুকের নাম। সেই লড়াই এখন ১৩ কোটি ২৫ লক্ষ ছুঁয়েছে। লড়াই চলছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে।
প্রথম না উঠল কেন উইলিয়ামসন
২০২৩ আইপিএল নিলামের প্রথম নামটা উঠল কেন উইলিয়ামসনের। ২ কোটি টাকায় গুজরাট টাইটানস কিনে নিল কেন উইলিয়ামসনকে।
শুরু হচ্ছে IPL 2023 নিলাম
মঞ্চ তৈরি হয়েগিয়েছে। এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি মাঠের বাইরের লড়াই দেখব। হিউ এডমিডস শুরু করছেন নিলাম।
কার হাতে থাকবে নিলামের সঞ্চালনার দায়িত্ব?
জানেন কি ২০২৩ আইপিএল-এর নিলাম সঞ্চালনার দায়িত্বে কে থাকবেন? হিউ এডমিডসের হাতেই থাকবে নিলামের সেই হাতুড়ি। ২০২২ আইপিএল মেগা নিলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। সেই সময়ে নিলাম চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন হিউ এডমিডস। এ বছর তাঁকেই নিলামে দেখা যাবে।
IPL 2023 নিলাম থেকে নাম তুলে নিলেন অজি তারকা
আইপিএল নিলাম থেকে নাম তুলে নিলেন বেন ম্যাকডারমট। রেহান আহমেদের পরে আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ালেন অজি তারকা বেন ম্যাকডারমট
কোথায়, কখন, কী ভাবে দেখবেন এই নিলাম?
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন আইপিএল ২০২৩ নিলাম (ভারতীয় সময় অনুসারে):
আগামী ২৩ ডিসেম্বর, শুক্রবার ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে কোচিতে। ভারতীয় সময় অনুসারে দুপুর ২টো ৩০ মিনিটে শুরু হবে এই নিলাম।
সরাসরি স্টার স্পোর্টস চ্যানেলে (Star Sports Network) দেখতে পাবেন এই নিলাম। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App)
কারা নিলামের হাউসে পৌঁছালেন
দেখে নিন নিলামের হাউসে কারা পৌঁছালেন। কিছুক্ষণ আগেই আকাশ আম্বানী এসেছেন।
IPL 2023 নিলামে আপনাকে স্বাগত
২০২২ সালে ৫০৯ জন প্লেয়ার আইপিএল নিলামে উঠেছিল। এই বছর অবশ্য ৯৯১ জন প্লেয়ারের মধ্যে ৪০৫ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। আইপিএল নিলামে ১০টি দল ৪০৫ জন প্লেয়ারের জন্য দর হাঁকবে। ৪০৫ প্লেয়ারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি প্লেয়ার। ৪ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ১১৯ জন ক্যাপড ক্রিকেটার এবং বাকি ২৯৬ জন আনক্যাপড। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ৩০টি বিদেশী খেলোয়াড় হবে।
দেখুন কার হাতে কত টাকা রয়েছে?
১০টি ফ্র্যাঞ্চাইজি একত্রিত ভাবে নিলামে ১৭৪.৩ কোটি টাকা ব্যয় করতে পারবে। যার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের কাছে সবচেয়ে বেশি টাকা অবশিষ্ট রয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে অংশ নেবে। চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০.৪৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের পার্সে রয়েছে ১৯.৪৫কোটি টাকা। গুজরাট টাইটানস আবার ১৯.২৫ কোটি টাকা নিলামে নিয়ে নামবে। আর কলকাতা নাইট রাইডার্সের কাছে থাকবে সবচেয়ে কম টাকা। তাদের হাতে রয়েছে ৭.০৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্স আবার ২০.৫৫ কোটি টাকা নিয়ে নামবে। পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে রয়েছে যথাক্রমে ৩২.২ কোটি এবং ৮.৭৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালস আবার ১৩.২ কোটি টাকা নিয়ে নামবে। সানরাইজার্স হায়দরাবাদ পার্সে থাকবে ৪২.২৫ কোটি।