বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ৮, ৭, ৪, ৭ - সৌরভদের দলে অক্ষরের ব্যাটিং পজিশনে বারবার হেরফের, হেসেই ফেললেন 'বাপু'

IPL 2023: ৮, ৭, ৪, ৭ - সৌরভদের দলে অক্ষরের ব্যাটিং পজিশনে বারবার হেরফের, হেসেই ফেললেন 'বাপু'

অক্ষর প্যাটেল (PTI)

চলতি আইপিএলে দিল্লির হয়ে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অক্ষর ব্যাট করতে এসেছিলেন আট নম্বরে। গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট করেন সাত নম্বরে।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে শুরুটা একেবারেই ভালো হয়নি সৌরভদের দিল্লি ক্যাপিটালস দলের। প্রথম চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তাঁরা। এমন পরিস্থিতিতে দলের হয়ে মোটামুটিভাবে যিনি ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি হলেন‌ দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। সাম্প্রতিক সময়ে ভারতের হয়েও ব্যাট এবং বল হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স তাঁর। সেই ধারাই বজায় রেখেছেন চলতি আইপিএলে। যদিও দলের সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও তাঁর ব্যাটিং অর্ডার প্রতি ম্যাচেই বদলে গিয়েছে। সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। যা শুনে রীতিমতো হেসে ফেলেন তারকা অলরাউন্ডার।

চলতি আইপিএলে দিল্লির হয়ে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 'বাপু' ব্যাট করতে এসেছিলেন আট নম্বরে। গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট করেন সাত নম্বরে। আরসিবির বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ব্যাট করেন চার নম্বরে এবং মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির শেষ ম্যাচে ব্যাট করেছেন তিনি সাত নম্বরে। ফলে দলের সহ-অধিনায়ককেই রীতিমতো তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে। তবে এতকিছুর মধ্যেও তাঁর পারফরম্যান্স কিন্তু খারাপ নয়‌‌। চার ম্যাচে করেছেন ১০৮ রান। স্ট্রাইক রেট ১৬৮.৭৫। ২০১৪ সালে আইপিএলে অভিষেক ম্যাচের পরে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ বলে ৫৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ভর করেই ১৭২ রান করতে সমর্থ হয় দিল্লি। যদিও সেই ম্যাচে একেবারে শেষ বলে জিতে যায় মুম্বই ইন্ডিয়ান্স দল।

অক্ষরকে তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যা শুনে প্রথমে হাসতে শুরু করেন তিনি। পরবর্তীতে জানান 'আমি ব্যাটিং অর্ডারে ৭ বা তার উপরে খেলি বা না খেলি সেটা বড় কথা নয়‌। বড় কথা হল আমি প্রতি ম্যাচেই এখন পর্যন্ত ১০-১২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছি। ফলে আমার কাছে এই ব্যাটিং অর্ডার আলাদা করে কোনও পার্থক্য গড়ে দিচ্ছে না। আমি তাই বিষয়টি নিয়ে কোনও অভিযোগও করছি না। আমি যদি ৪ নম্বরে ব্যাট করি তাহলেও বলব টি-২০তে ১০-১২ ওভার ব্যাটিং আমার জন্য যথেষ্ট। সত্যি বলতে আমাদের অনেক এমন ব্যাটার রয়েছে যাঁরা ঘরোয়া ক্রিকেটে স্পিন খুব ভালো খেলে। আমি যদি ব্যাটিং অর্ডারে আরও উঁচুতে ব্যাট করতে শুরু করি তাহলে দলের হয়ে ফিনিশারের ভূমিকায় কে খেলবে? আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই তাহলে ইনিংসের শেষে যে রানের গতি আমরা বাড়াতে পারছিলাম সেটাও আর পারতাম না। ফলে এটা কিন্তু খুব কঠিন সিদ্ধান্ত। তবে আমি যেহেতু ১০-১২ ওভার ব্যাট করার সুযোগ পাচ্ছি তাই বিষয়টি নিয়ে আমার কোনও সমস্যা নেই।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.