বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সৌরভের কল্যাণে DC-তে ট্রায়াল দিতে গেলেন বাংলার পেসার, ভাইও রয়েছেন দিল্লির টিমে

সৌরভের কল্যাণে DC-তে ট্রায়াল দিতে গেলেন বাংলার পেসার, ভাইও রয়েছেন দিল্লির টিমে

ভাই অভিষেক পোড়েল দিল্লি ক্যাপিটালসেই খেলেন, এ বার দাদা ইশানও গেলেন ডিসি-তে ট্রায়াল দিতে।

ক্রিকেট মহল সূত্রের খবর, দিল্লি ক্যাপিটাল-এর ফাস্ট বোলার কমলেশ নাগারকোটি চোট পাওয়ায় আর একজন বোলারের প্রয়োজন। সেই কারণেই ডিসি-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েলকে ট্রায়াল দেওয়ার সুযোগ করে দেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজি টিমে সুযোগ পেলেন বাংলার আর এক ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসে ট্রায়াল দিতে চলেছেন অভিষেক পোড়েলের দাদা ইশান পোড়েল। সৌরভের জন্যই এসেছে এই সুযোগ। এর আগে চন্দননগরের অভিষেক পোড়েল দিল্লির দলে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। এ বার তাঁর দাদার ট্রায়াল।

বৃহস্পতিবার ইশান দিল্লি পৌঁছানোর পর ভাই অভিষেকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন। ক্রিকেট মহল সূত্রের খবর, দিল্লি ক্যাপিটাল-এর ফাস্ট বোলার কমলেশ নাগারকোটি চোট পাওয়ায় আর একজন বোলারের প্রয়োজন। সেই কারণেই ডিসি-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েলকে ট্রায়াল দেওয়ার সুযোগ করে দেন।

আরও পড়ুন: ধোনির মতো আত্মবিশ্বাসী, হার্দিককে রিভিউ নিতে বাধ্য করলেন ঋদ্ধি, এর পর কী হল দেখুন

কলকাতা নাইট রাইডার্স টিমে বাংলার ছেলেদের জায়গা না হলেও, সৌরভের কল্যাণে দিল্লি টিমে অন্তত সুযোগ পাচ্ছেন বাংলার ছেলেরা। বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে দিল্লি উড়ে যান ইশান। বৃহস্পতিবার দুপুরের মধ্যে দিল্লি পৌঁছে বিকেল পাঁচটায় প্র্যাকটিসে মাঠে বল করেন তিনি।

বাংলার ডানহাতি পেসার ২০১৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে অনবদ্য বোলিংয়ের জন্য নজর কেড়েছিলেন ইশান। এ বার আইপিএলে ভাগ্যের শিকে ছেঁড়ে কিনা দেখার!

আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০-এ, KKR vs SRH ম্যাচেও কি থাকবে হাঁসফাঁস দশা?

এর আগে ২৪ বছরের ইশানের আইপিএলে অভিশেক হয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে। যে দলটি বর্তমানে পঞ্জাব কিংস নামে পরিচিতি। ২০২১ সালে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯টি ম্যাচ খেলেছেন ইশান। ১০৮টি উইকেট রয়েছে তাঁর নামে।

উইকেটের সামনে এবং পিছনে নিজেকে প্রমাণ করার তাগিদ দেখা যাচ্ছে অভিষেক পোড়েলের মধ্যে। এর মাঝেই দিল্লি গেলেন ইশান। ট্রায়াল দেবেন তিনি। কোচ রিকি পন্টিং-সহ দলের সাপোর্ট স্টাফদের পছন্দ হলে আইপিএলে আরও এক বাঙালির সংখ্যা বাড়বে। আর দিল্লির টিম সিলেক্টররা এ বার যদি ইশানকে সিলেক্ট করে, তা হলে একই টিমে খেলতে দেখা যাবে দুই ভাইকে।

অভিষেকের মতো ইশানের বাড়িও হুগলির চন্দননগরে। সম্পর্কে অভিষেকের তুতো ভাই। ছোটবেলায় দু'জনের ক্রিকেটে হাতের খড়ি একই মাঠ থেকে। একই কোচের হাত ধরে। এখন দেখার, দুই ভাই দিল্লির হয়ে একই সঙ্গে আইপিএলের মঞ্চ দাপাতে পারেন কিনা!

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জামনগরের পরবর্তী রাজা অজয় জাদেজা, সিংহাসনের উত্তরাধিকারী হলেন তারকা ক্রিকেটার মহিলাকে ধর্ষণ করে ফেলে দেওয়া হল রাস্তায়, ভয়ঙ্কর অভিযোগ রাজধানী দিল্লিতে ভারতকে সামনে দেখে কি নিজেদের উপর থেকে বিশ্বাসটাও হারিয়ে ফেলেছিল বাংলাদেশ? শার্লিন পায়ে হাত দিতে যেতেই চমকে গেলেন রানি! জানেন বয়সের কত ফারাক দুজনের পুলিশ–কলকাতা পুরসভা এককাট্টা বিসর্জন ঘাটে, নজরদারি–পরিষ্কার চলবে জোরকদমে ‘১ জন অসুস্থ হলে ১০ জন উঠে আসবে’, হুংকার কিঞ্জলের, কোন অনশনরত ডাক্তার কেমন আছেন? মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে হারলে বিজয়াতেই শেষ হতে পারে সেমির স্বপ্ন, IND v AUS বিশ্বকাপ লড়াই কোথায় দেখবেন? গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই স্পষ্ট- সূর্যকুমার যাদব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.