বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: RCB-র চাপ বাড়িয়ে গুরুতর চোট পেলেন টপলি, সরল কাঁধের হাড়

IPL 2023: RCB-র চাপ বাড়িয়ে গুরুতর চোট পেলেন টপলি, সরল কাঁধের হাড়

রিস টপলির কাঁধের হাড় সরেছে।

আরসিবির হেড কোচ মাইক হেসন যদিও আশা করেছেন যে, রিস টপলি সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের বাকি ম্যাচে তাঁকে পাওয়া যাবে। তবে চোট কতটা গুরুতর তা জানতে পারা যাবে, টপলির স্ক্যানের রিপোর্ট আসার পরে। ইতিমধ্যেই টপলির স্ক্যান করা হয়ে গিয়েছে।

শুভব্রত মুখার্জি: ১৬তম আইপিএলের শুরুটা দুর্দান্ত ভাবে করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে তারা প্রথম ম্যাচেই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে। গোটা ম্যাচে আধিপত্য রেখেই জয় পেয়েছে ফ্যাফ ডু'প্লেসি বাহিনী। তবে ম্যাচ শেষে কিছুটা হলেও চাপের মধ্যে পড়ে গিয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকেরা। প্রথম ম্যাচেই চোট পেয়েছে তাদের দলের নির্ভরযোগ্য পেসার রিস টপলি। প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোট পান ব্রিটিশ তারকা। তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন: মনে হচ্ছে শিরোপা জিতেছে- MI-কে হারিয়ে RCB-র নাচ, গান উল্লাস দেখে কটাক্ষের জোয়ার

আরসিবির হেড কোচ মাইক হেসন যদিও আশা করেছেন যে, রিস টপলি সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের বাকি ম্যাচে তাঁকে পাওয়া যাবে। তবে চোট কতটা গুরুতর তা জানতে পারা যাবে, টপলির স্ক্যানের রিপোর্ট আসার পরে। ইতিমধ্যেই টপলির স্ক্যান করা হয়ে গিয়েছে। আরসিবির ইউটিউব চ্যানেলে মাইক হেসন জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে মাঠের মধ্যে টপলির হাঁটু হঠাৎ করেই আটকে যায়। ফলে পড়ে গিয়ে চোট পায় টপলি। ওর কাঁধের হাড় সরে গিয়েছে। আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হল ডাক্তাররা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে সরে যাওয়া কাঁধের হাড়কে জায়গায় নিয়ে আসে।’

আরও পড়ুন: LSG-কে হারিয়ে বড় লাফ CSK-এর, ঘাড় ধরে নীচে নামাল KKR-কে

হেসন আরও জানিয়েছেন, ‘টপলির স্ক্যানের রিপোর্ট আশা করব ভালোই আসবে। রিস তা হলে আমাদের সঙ্গে যোগ দিতে পারে। যদি তা না হয় (রিপোর্ট ভালো না আসে), তা হলে আমাদেরকে ভাবতে হবে। তবে আশা করব, ও ঠিক রয়েছে।’ আরসিবি ইতিমধ্যেই তাদের দু'জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে চোটের কারণে হারিয়েছে। ডানহাতি ব্যাটার রজত পাতিদার এবং জস হ্যাজেলউড ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। এ দিকে পতিদারের গোড়ালির চোট রয়েছে। আইপিএলের প্রথম ভাগে তাঁকে আরসিবি পাবে না বলেই ধরা হচ্ছে। অন্য দিকে জস হ্যাজেলউডকে চোটের কারণে প্রথম সাতটি ম্যাচে পাবে না আরসিবি। এর মাঝেই টপলির এই চোট নিয়ে বেশ চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় সম্পর্কে বলতে গিয়ে মাইক হেসন বলেছেন, ‘এর থেকে ভালো শুরু আর হতেই পারে না। যে ভাবে আগ্রাসনের সঙ্গে আমরা বোলিং এবং ব্যাটিং করেছি, তা অসাধারণ। পাওয়ারপ্লে-তে আমরা উইকেট পেয়েছি। যেটা আমরা চেয়েছিলাম গত বছর থেকেই। আমার ব্যাটিংও দারুণ পারফরম্যান্স করেছে।’

বন্ধ করুন