বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Final: সুদর্শন চক্রকে কাটলেন কনওয়ে, জাড্ডু, অম্বাতির ত্রিফলা, CSK-র পঞ্চম IPL জেতার পাঁচ কারণ

IPL 2023 Final: সুদর্শন চক্রকে কাটলেন কনওয়ে, জাড্ডু, অম্বাতির ত্রিফলা, CSK-র পঞ্চম IPL জেতার পাঁচ কারণ

সিএসকে-র জিততে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল। বোলিংয়ে মোহিত শর্মা। প্রথম চার বলে হল মাত্র ৩ রান। কিন্তু শেষ দু' বলে ছয় এবং চার মেরে চেন্নাইকে পঞ্চম ট্রফি জেতালেন রবীন্দ্র জাডেজা। গুজরাটের ক্রিকেটারের কাছে হারল গুজরাটের টিমই। আর এই জয় কিন্তু সহজে আসেনি। জেনে নিন আইপিএল ট্রফি জয়ের পাঁচ কাহন।