বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: জাদেজা ম্যাচ জেতানোর পর ঘোমটা টেনে মাঠে হাজির স্ত্রী, মুগ্ধ নেটপাড়া

GT vs CSK, IPL 2023 Final: জাদেজা ম্যাচ জেতানোর পর ঘোমটা টেনে মাঠে হাজির স্ত্রী, মুগ্ধ নেটপাড়া

 আবেগে ভেসে স্ত্রী রিভাবাকে জড়িয়ে ধরেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচ শেষ হতেই যখন সমস্ত সিএসকে-র খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বিজয়োল্লাস করছিলেন, ঠিক তখনই দেখা যায়, জাদেজার স্ত্রী তথা গুজরাটের বিধায়কের চোখে আনন্দাশ্রু। দর্শকাসনে বসেই স্বামীর এই জয় যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন রিভাবা। সেই সঙ্গে ভাসলেন আবেগে।

রবীন্দ্র জাদেজার খ্যাতি বিশ্ব জোড়া। কিন্তু তাঁর স্ত্রী রিভাবাকে দেখে তা বোঝার উপায় নেই। একেবারে সিদেসাধা ঘরোয়া স্ত্রী বলেই মনে হয়। কিন্তু রিভাবাও কারও থেকে এতটুকু পিছিয়ে নেই। তিনি গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক। রাজনীতির ময়দানে পা দিয়েই রিভাবা বাজিমাত করেছেন। আর সেই রিভাবাই জাড্ডুর স্ত্রী হিসেবে একেবারে তাঁর যোগ্য ঘরণী। জাদেজা নিজেকে প্রমাণ করে গত আইপিএলের সমস্ত সমালোচনার জবাব দেওয়ায় যেন সোমবার বাড়তি উচ্ছ্বাসে ভেসেছিলেন রিভাবা।

আরও পড়ুন: মান-অভিমানের পালা শেষে ধোনির মতো ইনিংস খেলে ঘরের মাঠে CSK-কে বাঁচালেন সেই জাড্ডুই

সোমবার মুম্বইয়ের পর দ্বিতীয় দল হিসেবে পঞ্চম বার আইপিএল শিরোপা জয়ের নজির গড়েছে চেন্নাই সুপার কিংস। শেষ দুই বলে একটি ছয় এবং একটি চার মেরে বাজিমাত করেন রবীন্দ্র জাদেজা। গুজরাট টাইটান্সকে হারিয়ে সিএসকে শিরোপা এনে দেন জাড্ডুই। ম্যাচ শেষ হতেই যখন সমস্ত সিএসকে-র খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বিজয়োল্লাস করছিলেন, ঠিক তখনই দেখা যায়, জাদেজার স্ত্রী তথা গুজরাটের বিধায়কের চোখে আনন্দাশ্রু। দর্শকাসনে বসেই স্বামীর এই জয় যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন রিভাবা। সেই সঙ্গে ভাসলেন আবেগে।

আরও পড়ুন: মাত্র ১৫ ওভারের খেলা, IPL Final-এ চতুর্থ সর্বোচ্চ টোটাল চেসের রেকর্ড গড়ল CSK

এর পর বাকি প্লেয়ারদের পরিবারের মতো রিভাবা মাঠে এলেন, মাথায় ঘোমটা টানা। যা দেখে মুগ্ধ নেটপাড়া। ফাইনাল ম্যাচের ফিনিশার জাদেজার সঙ্গে তাঁর স্ত্রীরও আবেগঘন মুহূর্তও তৈরি হয়। রিভাবা মাঠে এসে আবেগপ্রবণ হয়ে জাদেজাকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়লে তা ভাইরাল হয়ে যায়।

গত বছরের গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর উত্তর আসন থেকে বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী হয়েছিলেন রিভাবা। তাঁর ব্যস্ততার কারণে অন্য ক্রিকেটারদের স্ত্রীর মতো তিনি আইপিএল চলাকালীন দলের সঙ্গে থাকতে পারেন না। গুজরাটের বাসিন্দা জাদেজা। সৌরাষ্ট্রের হয়ে খেলেন জাড্ডু। যে কারণে আমদবাদে ফাইনা হওয়ায় সেই ম্যাচ দেখতে আসতে পেরেছিলেন রিভাবা। এবং বহু দিন স্বামীকে সামনে থেকে দেখা এবং স্বামীর সাফল্য- দুইয়ে মিলে মুহূর্তটা আরও বিশেষ হয়ে উঠেছিল রিভাবার কাছে। আবেগ লুকোতে পারেননি জাদেজা নিজেই।

ঘরের দর্শকদের সামনে নিজের পঞ্চম শিরোপা জেতার পর জাদেজা বলেন যে, ‘দারুণ লাগছে। নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে আইপিএল খেতাব জেতার অনুভূতি স্পেশ্যাল। সমর্থকেরাও অনবদ্য। রবিবার অনেক রাত অবধি বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। সিএসকে সমর্থকদের ধন্যবাদ।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের দলের বিশেষ সদস্যের নাম, মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে এই জয় উৎসর্গ করছি।’

বন্ধ করুন