আক্ষরিক অর্থেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস চেন্নাই সমর্থকদের। মোহিত শর্মার শেষ বলে রবীন্দ্র জাদেজা চার মেরে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পরে উত্তাল হয়ে ওঠে আমদাবাদের গ্যালারি। তবে সেই উচ্ছ্বাস স্টেডিয়ামের ভিতরেই সীমাব্ধ থাকেনি। উচ্ছ্বসিত জনস্রোত কার্যত ঠেলে বেরিয়ে আসে স্টেডিয়ামের বাইরে।
আসলে বৃষ্টির জন্য আইপিএল ফাইনাল গড়ায় মাঝরাতে। রাত যত বেড়েছে, স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তাও নিশ্চিতভাবে বেড়েছে ততই। তবে খেলা যথক্ষণ না শেষ হচ্ছে, স্টেডিয়াম ছেড়ে বেরোননি কেউই। মাঝপথে খেলা ছেড়ে বাড়ি ফেরার কথা একবারের জন্যও ভাবেননি চেন্নাই সমর্থকরা।
স্বাভাবিকভাবেই ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়াম থেকে বাইরে বেরোনোর তাড়া ছিল সকলেরই। চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রসন্ন মনে বাড়ির পথে রওনা হন সিএসকে তথা ধোনির ভক্তরা। শেষ বলে জাদেজা চার মারার পরে গ্যালারির গর্জনে কেঁপে উঠেছিল স্টেডিয়াম চত্বর। তবে উচ্ছ্বাসে মাতোয়ারা ক্রিকেটপ্রেমীদের বাঁধ ভাঙা স্রোতের মতো স্টেডিয়ামের বাইরে আসার মুহূর্তটা, না দেখলে অনুভব করা মুশকিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তেমনই একটি ভিডিয়োয় ধরা পড়ে সিএসকে সমর্থকদের আবেগে ভেসে যাওয়ার মুহূর্তগুলো। উল্লেখ্য, বৃষ্টির জন্য রবিবার আমদাবাদের নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজন করা সম্ভব হয়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। যদিও সোমবারও ম্যাচের মাঝে বিঘ্ন ঘটায় বৃষ্টি।
সোমবার টস জিতে চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করতে পাঠান হার্দিকদের। গুজরাট টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে চেন্নাই মাত্র ৩টি বল খেলার পরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ। নষ্ট হয় বেশ কিছুটা সময়।
বৃষ্টির পরে চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। চেন্নাই ম্যাচের একেবারে শেষ বলে জয় ছিনিয়ে নেয়। ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এই নিয়ে পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি হাতে তোলে সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁয়ে ফেলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।