বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: বুমরাহর বদলি হিসেবে KKR-এর প্রাক্তন পেসারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2023: বুমরাহর বদলি হিসেবে KKR-এর প্রাক্তন পেসারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

জসপ্রীত বুমরাহ। ছবি- পিটিআই।

ঋষভ পন্তের পরিবর্ত হিসেবে বাংলার অভিষেক পোড়েলের দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় আইপিএলের তরফে। জানানো হল টাকার অঙ্কও।

চোটের জন্য জসপ্রীত বুমরাহর আইপিএল থেকে ছিটকে যাওয়া যে অপূরণীয় ক্ষতি, সেটা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলনায়ক রোহিত শর্মা। আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত এও জানিয়েছিলেন যে তাড়াতাড়িই বুমরাহর পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেবে মুম্বই ইন্ডিয়ান্স। শেষমেশ আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচের দিনে জসপ্রীতের বদলি ক্রিকেটারের নাম জানিয়ে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্ত নন, জসপ্রীতের মাপের এমন কোনও ভারতীয় বোলার খুঁজে পাওয়া কোনওভাবেই সম্ভব ছিল না। তবে একেবারে আনকোরা কাউকে দলে নিতেও রাজি হয়নি মুম্বই। বরং তারা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আবহে সড়গড় এমন পেসারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো কেরল ছেড়ে তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সন্দীপ ওয়ারিয়রকে সই করায় এমআই।

৩১ বছরের এই ডানহাতি পেসার এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে নাম লিখিয়েছেন। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই কেকেআরের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। কেকেআরের হয়েই তিনি আইপিএলে শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

আরও পড়ুন:- IPL-এ ছক্কা হাঁকানোয় গেইলের ধারে-কাছে নেই কেউ, কোহলির সামনে সুযোগ রয়েছে প্রথম পাঁচে ঢোকার, দেখুন সেরা দশের তালিকা

সন্দীপ ওয়ারিয়র ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মোট ৫টি ম্যাচে মাঠে নেমেছেন। নিয়েছেন ২টি উইকেট। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। যদিও সেই ম্যাচে কোনও উইকেট পাননি ওয়ারিয়র। সন্দীপ সার্বিকভাবে ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬২টি উইকেট। তাঁকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

অন্যদিকে ঋষভ পন্তের পরিবর্ত হিসেবে বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলের দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়ে আইপিএলের তরফে। এও জানানো হয়েছে যে, অভিষেক তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে।

আরও পড়ুন:- IPL 2023: আগে হটস্টারে পয়সা দিয়ে খেলা দেখতে হতো, এখন সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে দেখবেন আইপিএলের সব ম্যাচ?

বাংলার হয়ে এখনও পর্যন্ত ১৬টি ফার্স্ট ক্লাস, ৩টি লিস্ট-এ ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন অভিষেক। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৬টি অর্ধশতরান-সহ ৬৯৫ রান করেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে তাঁর হাফ-সেঞ্চুরি রয়েছে ১টি। টি-২০ ক্রিকেটে খুব বেশি ব্যাট করার সুযোগ হয়নি তাঁর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন