শুক্রবার রাজস্থান রয়্যালকে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল গুজরাট টাইটান্স। ৭ ম্যাচে তাদের ১৪ পয়েন্ট। বাকি টিমগুলো কিছুটা পিছিয়ে রয়েছে। দুইয়ে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১০ ম্যাচে ১১। আর তিনে থাকা চেন্নাই সুপার কিংসেরও ১১ পয়েন্ট। তবে নেট রানরেটে সিএসকে পিছিয়ে। মোদ্দা কথা লিগ টেবলের দুই তিনে থাকা দলের সঙ্গে গুজরাটের পয়েন্টের ব্যবধান ৩। ম্যাচ হেরেও রাজস্থান রয়্যালস এখনও চারেই রয়েছে। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১০। অর্থাৎ রাজস্থান-গুজরাট ম্যাচের পর পয়েন্ট টেবলের কোনও পরিবর্তনই হয়নি।
আরও পড়ুন: উইকেটকিপিংয়ে আলাদা মান যোগ করে, ও-ই সেরা- হার্দিক গদগদ হলেও জাতীয় দলে ব্রাত্য ঋদ্ধি
এ দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে পাঁচে। তাদের ৯ ম্যাচে পয়েন্ট ১০। মুম্বই ইন্ডিয়ান্সের ৯ ম্যাচে ১০ পয়েন্ট। তারা রয়েছে ছয়ে। সাতে রয়েছে পঞ্জাব কিংস (১০ ম্যাচে ১০ পয়েন্ট), আটে কলকাতা নাইট রাইডার্স (১০ ম্যাচে ৮ পয়েন্ট), সানরাইজার্স হায়দরাবাদ (৯ ম্যাচে ৬ পয়েন্ট) রয়েছে নয়ে। দিল্লি ক্যাপিটালস (৯ ম্যাচে ৬ পয়েন্ট) এখনও লিগ টেবলের লাস্টবয়।
আরও পড়ুন: পাওয়ার প্লে-তেই শুরুটা ভালো হয়নি- ব্যাটারদের উপর রেগে লাল সঞ্জু
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১০, জয়: ৭, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: ০.৭৫২
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.৬৩৯
৩) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.৩২৯
৪) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৪৪৮
৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৯, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.০৩০
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৯, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৩৭৩
৭) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৭২
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১০৩
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৯, জয়: ৩, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৫৪০
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৯, জয়: ৩, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৭৬৮
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।