বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ম্যাথু ওয়েডকে পিছনে ফেলে বিরল নজির PBKS-এর হরপ্রীত সিং ভাটিয়ার

IPL 2023: ম্যাথু ওয়েডকে পিছনে ফেলে বিরল নজির PBKS-এর হরপ্রীত সিং ভাটিয়ার

হরপ্রীত সিং ভাটিয়া।

২০১২ সালের ১৯ মে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল হরপ্রীত সিং ভাটিয়াকে। তারপর ফের একবার আইপিএলের ২২ গজে তাঁকে দেখা গেল ২০২৩ সালের ১৫ এপ্রিল। অর্থাৎ প্রায় ১১ বছর বাদে ফের একবার আইপিএলের কোনও ম্যাচে খেলার সুযোগ পেলেন হরপ্রীত সিং ভাটিয়া।

শুভব্রত মুখার্জি: দীর্ঘ ১১ বছরের অপেক্ষা অবশেষে অবসান হল! আর তার সঙ্গে তিনি গড়ে ফেললেন বিরল এক নজিরও। তিনি হরপ্রীত সিং ভাটিয়া। চলতি আইপিএলে খেলছেন পঞ্জাব কিংসের হয়ে। তাদের হয়ে শনিবাসরীয় রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২ গজে নেমেই এক অনন্য নজির গড়ে ফেললেন হরপ্রীত সিং ভাটিয়া! আইপিএলের ইতিহাসে তিনি এমন এক ক্রিকেটার, যার খেলা দু'টি ম্যাচের মধ্যে ব্যবধান সর্বাধিক। অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার ম্যাথু ওয়েডকে সরিয়ে এই নজির গড়ে ফেললেন তিনি।

প্রসঙ্গত ২০১২ সালের ১৯ মে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল ভাটিয়াকে। তারপর ফের একবার আইপিএলের ২২ গজে তাঁকে দেখা গেল ২০২৩ সালের ১৫ এপ্রিল। অর্থাৎ প্রায় ১১ বছর বাদে ফের একবার আইপিএলের কোনও ম্যাচে খেলার সুযোগ পেলেন হরপ্রীত সিং ভাটিয়া। হরপ্রীত এই ম্যাচটি খেলতে নামলেন ৩৯৮১ দিন বাদে! এর আগে এই নজির ছিল অজি কিপার ব্যাটার ম্যাথু ওয়েডের। তিনি ২০১১ সালের পরে ২০২২ সালে আইপিএলে খেলেছিলেন। অর্থাৎ ৩৯৬২ দিন বাদে আইপিএলের ম্যাচ খেলেছিলেন ওয়েড।

আরও পড়ুন: শীঘ্রই NCA-তে রিহ্যাব শুরু করবেন বুমরাহ, অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেল। যিনি ৩২৪২ দিন বাদে খেলেছিলেন আইপিএলে তাঁর পরবর্তী ম্যাচ। চতুর্থ স্থানে রয়েছেন রিলি রসৌ (২৮৯৯) এবং পঞ্চম স্থানে রয়েছেন কলিন ইনগ্রাম (২০১৯)। হরপ্রীত সিং ভাটিয়া এ দিনের ম্যাচে ২২ বলে ২২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চারে।

আরও পড়ুন: খুঁড়িয়ে মাঠ ছাড়েন,ব্যাট হাতে ব্যর্থ হন, রাসেলের চোটের হাল কী? আপডেট দিলেন নীতিশ

২০১০ সালে ভারতের হয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছিলেন ভাটিয়া। ২০১০ সালেই তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের সঙ্গে যুক্ত হন তিনি। ২০১৭ সালে সরফরাজ খানের চোটের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হরপ্রীত ভাটিয়াকে নিয়েছিল তাদের দলে। তবে ৩১ বছর বয়সি ছত্তিশগড়ের বাসিন্দা কোনও দিন ২২ গজে সেই ভাবে সুযোগই পাননি তাঁর প্রতিভা দেখানোর।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হরপ্রীত সিং ভাটিয়ার পরেই দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি হলেন কিপার ব্যাটার শ্রীবৎস গোস্বামী। আইপিএলের দু'টি ম্যাচ খেলার মধ্যে ব্যবধান ছিল ২১৮১ দিনের‌। হরপ্রীত ভাটিয়ার জন্য সুখবর হল, এ দিন পঞ্জাব দল কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে। পাশাপাশি হরপ্রীতও ২২ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন। ফলে পরবর্তী ম্যাচে ফের একবার পঞ্জাবের হয়ে ভাটিয়ার খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল তা বলাই যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন