বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: স্টোইনিসের ক্রিকেট মস্তিষ্ক দারুণ, ভবিষ্যতের অধিনায়ক হতে চলেছে, দাবি ব্রেট লি-র

IPL 2023: স্টোইনিসের ক্রিকেট মস্তিষ্ক দারুণ, ভবিষ্যতের অধিনায়ক হতে চলেছে, দাবি ব্রেট লি-র

মার্কাস স্টোইনিস।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪০ বলে ৭২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন স্টোইনিস। তাঁর ইনিংসে ভর করেই দুই পয়েন্ট নিশ্চিত করে তাঁর দল লখনউ সুপার জায়ান্টস। ছ'টি চার এবং পাঁচটি ছয়ে সাজানো ছিল স্টোইনিসের ইনিংস। বল হাতেও তিনি একটি উইকেট তুলে নেন। শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনি।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস তারকা ব্রেট লি মনে করছেন, এই অজি অলরাউন্ডারের ক্রিকেট মস্তিষ্ক দুরন্ত । ব্রেট লি'র মতে মার্কাস স্টোইনিসের মধ্যে ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হওয়ার সমস্ত গুণাগুন রয়েছে। লি আরও মনে করেন, জাতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার পথ চলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁর। ব্যাট হোক বা বল- দুই বিভাগেই তাঁর সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স খুব ভালো। চলতি আইপিএলেও বেশ ভালো খেলছেন তিনি। ইতিমধ্যেই অজিদের হয়ে টি-২০ বিশ্বকাপের ট্রফি জয়ও হয়ে গিয়েছে তাঁর।

আরও পড়ুন: KKR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে GT, নাইটদের বেগতিক অবস্থা, লাস্টবয় এখনও সৌরভরা

শুক্রবার রাতে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। একটি অনবদ্য মারকাটারি ইনিংস খেলেন তিনি। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ৪০ বলে ৭২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন স্টোইনিস। তাঁর ইনিংসে ভর করেই দুই পয়েন্ট নিশ্চিত করে তাঁর দল লখনউ সুপার জায়ান্টস। ছ'টি চার এবং পাঁচটি ছয়ে সাজানো ছিল স্টোইনিসের ইনিংস। বল হাতেও তিনি একটি উইকেট তুলে নেন। শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনি। এর কিছুক্ষণ বাদে বুড়ো আঙ্গুলে চোট পেয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়।

আরও পড়ুন: উমেশের বদলে খেলে তাক লাগালেন হর্ষিত, নিলেন হার্দিকের উইকেট,কে এই তরুণ?

মার্কাস স্টোইনিসের এই পারফরম্যান্সের পরেই তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে ব্রেট লি বলেন, ‘ও (মার্কাস স্টোয়নিস) নিঃসন্দেহে ভবিষ্যতের একজন অধিনায়ক। ওর কাছে দুর্দান্ত ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে। ওকে আপনি যদি মাঠে দেখেন, তা হলে দেখবেন ও কতটা রিল্যাক্সড থাকে। ব্যাট এবং বল হাতে ওর পারফরম্যান্সও যথেষ্ট ভালো। ওর থ্রোয়িং আর্মও খুব শক্তিশালী। খুব ভালো ফিল্ডার ও। খুব ভালো ক্যাচ ধরতে পারে। শুক্রবার রাতে (সুপার জায়ান্টসের বিরুদ্ধে) ও নিজের জাত ফের একবার চিনিয়ে দিয়েছে। পঞ্জাবের বিরুদ্ধে ওদের ঘরের মাছে ম্যাচে উইকেটটা বেশ স্লো, লো এবং শক্ত উইকেট ছিল ব্যাট করার। সেখানে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে মার্কাস স্টোইনিস। দলের প্রয়োজন অনুযায়ী খেলেছে, রান করেছে। যখন প্রয়োজন তখন গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.