গুজরাট টাইটান্সের পাশাপাশি চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসও পৌঁছে গিয়েছে ২০২৩ আইপিএলের প্লে-অফে। আর একটাই জায়গা বাকি আছে। লড়াইয়ে আছে তিন দল। রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। কী পরিস্থিতিতে প্লে-অফে উঠতে পারে এই তিন দল?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবলের চারে রয়েছে আরসিবি। মুম্বইয়ের সমান পয়েন্ট হলেও তারা রানরেটে এগিয়ে রয়েছে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ যদি হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে, এ দিকে টাইটান্সের বিরুদ্ধে আরসিবি ম্যাচ জেতে সে ক্ষেত্রে তারা সরাসরি প্লে-অফে পৌঁছে যাবে। আবার মুম্বই হারলে, টাইটান্স যদি আরসিবি-কে ৫ রানের কমে হারায়ও, তা হলেও রানরেটে এগিয়ে থাকার কারণে কোহলিরাই প্লে-অফে উঠবেন। মুম্বই ইন্ডিয়ান্স যদি ৮০ রানের কমে জয় পায়, আর টাইটান্সকে হারায় আরসিবি, সেক্ষেত্রেও ফ্যাফের টিমই যাবে প্লে-অফে।
মুম্বই ইন্ডিয়ান্স: আরসিবি-র মতোই মুম্বই ইন্ডিয়ান্সেরও ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। তারা রয়েছে লিগ তালিকার ছয় নম্বরে। মুম্বইয়ের যোগ্যতা অর্জনের সোজা অঙ্ক টাইটান্স যদি আরসিবি-কে হারায়, আর হায়দরাবাদকে হারিয়ে দেয় মুম্বই, তা হলেই সরাসরি পৌঁছে যাবে প্লে-অফে। মুম্বই ৮০ রানের বেশিতে জিতলে, আর আরসিবি কোনও মতে নির্দিষ্ট রানে জয় পেলে, মুম্বই পৌঁছে যাবে প্লে-অফে। মোদ্দা কথা, হার্দিক পাণ্ডিয়ার টাইটান্সের সাহায্য প্রয়োজন মুম্বইয়ের।
রাজস্থান রয়্যালস: রাজস্থান রয়্যালসেরও এখনও প্লে-অফে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তারা ১৪ ম্য়াচে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। যদি মুম্বই হারে এবং আরসিবি পাঁচের বেশি রানে হারে, সে ক্ষেত্রে রাজস্থান চলে যাবে প্লে-অফে। রাজস্থানকে তাই রবিবারের দুই ম্য়াচের দিকে তাকিয়ে থাকতে হবে।
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১৩, জয়: ৯, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ১৮, নেট রানরেট: ০.৮৩৫
২) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১৪, জয়: ৮, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১৭, নেট রানরেট: ০.৬৫২
৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১৪, জয়: ৮, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১৭, নেট রানরেট: ০.২৮৪
৪) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১৩, জয়: ৭, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: ০.১৮০
৫) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১৪, জয়: ৭, পরাজয়: ৭, ড্র:০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: ০.১৪৮
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ: ১৩, জয়: ৭, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: -০.১২৮
৭) টিম- কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ: ১৪, জয়: ৬, পরাজয়: ৮, ড্র: ০, পয়েন্ট: ১২, নেট রানরেট: -০.২৩৯
৮) টিম- পঞ্জাব কিংস: ম্যাচ: ১৪, জয়: ৬, পরাজয়: ৮, ড্র: ০, পয়েন্ট: ১২, নেট রানরেট: -০.৩০৪
৯) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১৪, জয়: ৫, পরাজয়: ৯, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৮০৮
১০) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১৩, জয়: ৪, পরাজয়: ৯, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৫৫৮
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।