ব্যাটসম্যান হিসেবে যেমন ডাকাবুকো ছিলেন, বিশেষজ্ঞ হিসেবেও তেমনই ঠোঁটকাটা বীরেন্দ্র সেহওয়াগ। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে তাঁর জুড়ি নেই। বিশেষ করে যখন দুই ক্রিকেটারের মধ্যে তুলনা টানার প্রসঙ্গ আসে, অনেককেই রাখঢাক করে মতামত পেশ করতে দেখা যায়, যাতে কেউ না চটেন। তবে বীরু এসবের ধার ধারেন না। তাঁর চোখে যে ভালো, তাঁকে যেমন ভালো বলতে কুণ্ঠাবোধ করেন না সেহওয়াগ, ঠিক তেমনই কাউকে পছন্দ না হলে সেকথাও মুখের উপর বলে দিতেই অভ্যস্ত টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।
এবার লোকেশ রাহুল বনাম সঞ্জু স্যামসনের প্রসঙ্গে সেহওয়াগের ভোট গেল লখনউ দলনায়কের দিকে। জাতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করার নিরিখে সেহওয়াগের দাবি, স্যামসনের তুলনায় ঢেল ভালো ক্রিকেটার হলেন রাহুল।
ক্রিকবাজের আলোচনায় সেহওয়াগ বলেন, ‘যদি জাতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করার কথা বলেন, আমার মতে সঞ্জু স্যামসনের থেকে ঢের ভালো ক্রিকেটার লোকেশ রাহুল। ও (লোকেশ) টেস্ট খেলেছে এবং বিভিন্ন দেশে সেঞ্চুরি করেছে। একদিনের ক্রিকেটে ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছে। টি-২০ ক্রিকেটেও ও বিস্তর রান করেছে।’
আরও পড়ুন:- DC vs KKR: দাদার দলের বিরুদ্ধেই কি কলকাতার হয়ে IPL অভিষেক হবে লিটনের? মিলল ইঙ্গিত
রাজস্থান রয়্যালস চলতি আইপিএলের শুরুটা করেছে দারুণভাবে। জয়পুরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে তারা নিজেদের প্রথম ৫ ম্যাচের ৪টিতে জয় তুলে নেয় এবং লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে। ধারাবাহিকভাবে দারুণ ক্রিকেট উপহার দিলেও রাজস্থান শিবিরের প্রধান দুর্বলতার দিকটি সামনে আনেন সেহওয়াগ।
বীরুর মতে ট্রেন্ট বোল্ট ছাড়া রাজস্থান রয়্যালসের হাতে আগুনে কোনও পেস বোলার নেই। যদিও রাজস্থান শিবিরের স্পিন আক্রমণকে কুর্নিশ না জানিয়ে পারেননি সেহওয়াগ। তিনি বলেন, ‘ট্রেন্ট বোল্ট ছাড়া রাজস্থানের হাতে ভালো মানের কোনও পেস বোলার নেই, যে কিনা আগুনে গতিতে বল করতে পারে অথবা যাকে দেখে ভয়ঙ্কর মনে হয়। তবে ওদের হাতে ভয়ঙ্কর সব স্পিনার রয়েছে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।