২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবার লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ম্যাচকে ঘিরে একেবারে ধুন্ধুমার ঘটনা। বিশেষ করে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে। তার আগে অবশ্য কোহলির সঙ্গে দুই খেপে নবীন-উল-হকের ঝামেলা হয়েছে। এমন কী অমিত মিশ্রর সঙ্গেও কথা কাটাকাটি হয়েছিল কোহলির। তবে কোহলি-গম্ভীরকে ঝামেলাকে কেন্দ্র করেই উত্তাপের পারদ সবচেয়ে বেশি চড়েছে।
বিসিসিআই গম্ভীর, কোহলিকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে। ছাড় পাননি নবীন-উল-হকও। তাঁকেও জরিমানা করা হয়। এই ঘটনার পর বিভিন্ন মহলেই তীব্র সমালোচনা চলছে। ক্রিকেট ভক্তরাও কেউ গম্ভীর, কেউ বা কোহলির পক্ষে সরব। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং, যিনি নিজেই আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক বাঁধিয়েছিলেন এস শ্রীসন্থকে চড় মেরে, তিনি কোহলি এবং গম্ভীরকে তাদের মতভেদ বাদ দিয়ে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: কারও থেকে গালাগাল শোনার জন্য IPL খেলতে আসিনি- এখনও ফুঁসছেন নবীন
হরভজন তখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। এবং পঞ্জাব কিংস সেই সময়ে কিংস ইলেভেন পঞ্জাব নামে পরিচিত ছিল। আর সেই দলে খেলতেন ভাজ্জির তৎকালীন ভারতীয় সতীর্থ শ্রীসন্থ। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে একটি ম্যাচের পরে শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। যার জন্য ভাজ্জি দীর্ঘ নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। হরভজন বলেছিলেন যে, তিনি তখন যা করেছিলেন, তার জন্য তিনি অনুশোচনা করেছেন এবং তিনি চান না কোহলি আর গম্ভীর, যাঁদের মধ্যে আইপিএলের ইতিহাসে একে অপরের প্রতি শত্রুতার ইতিহাস রয়েছে, তাঁদেরও অনেক বছর পরে একই রকম অনুশোচনার অনুভূতি হোক।
আরও পড়ুন: মাঠেই অমিতের সঙ্গে তীব্র ঝামেলা কোহলির, শান্ত করতে হস্তক্ষেপ আম্পায়ারের- ভিডিয়ো
হরভজন তাঁর ইউটিউব পেজে বলেছেন, ‘এটা এখানেই থামবে না। লোকেরা এটা বিতর্ক চালাবেই। কার দোষ, কার নয়, এই নিয়ে চর্চা চলবে। ২০০৮ সালে আমার এবং শ্রীসন্তকেও একই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এখ ১৫ বছর পরে আমি এখনও এই বিষয়টি নিয়ে ভাবতে লজ্জা পাই। সেই সময়ে আমার মনে হয়েছিল, যা ঘটেছে ঠিক হয়েছে, আমিই ঠিক ছিলাম। কিন্তু এখন ভাবি, আমি যা করেছিলাম, সেটা ভুল করেছিলাম।’
ঘটনার কয়েক বছর পর, হরভজন এবং শ্রীসন্ত দু'জনেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, যাঁরা ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। মজার বিষয় হল, গম্ভীর এবং কোহলিও সেই বিশ্বকাপজয়ী দলেরই সদস্য ছিলেন।
ভাজ্জি বলেছেন, ‘বিরাট কোহলি একজন কিংবদন্তি। এমন কিছুতে জড়িয়ে পড়া ওর উচিত হয়নি। তবে ও আবেগপ্রবণ। এবং খেলতে নেমে আবেগের কারণেই এই ঘটনা ঘটিয়েছে। সকলে এখন ঝাঁপিয়ে পড়ে খুঁজে বের করার চেষ্টা করবেন, ভুলটা কার- কোহলির, গম্ভীরের নাকি নবীনের? কিন্তু এই ঘটনাটা ক্রিকেটের জন্য ভালো নয়।কোহলি, গম্ভীর দু'জনেই বড় খেলোয়াড়, দুজনেই আমার ছোট ভাইয়ের মতো। তাই বলছি, এই ঝামেলা করে কোনও লাভ নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।